আরও একটি জঙ্গি সংগঠনের হদিশ মিলল বাংলাদেশে। তার নাম- ‘আল আনসার’। নতুন ওই জঙ্গি সংগঠনটির সন্ধান মিলেছে ঢাকার হাজারিবাগে। বাংলাদেশে নতুন ওই জঙ্গি সংগঠনটির প্রধান সমন্বয়কারী সহ ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান এ কথা জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়কারীর নাম- হাফেজ মৌলানা মহম্মদ রাশিদুল আলম। রাশিদুল রমজান মাসে হাজারিবাগের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন রকমের জঙ্গি কার্যকলাপ চালাতেন। যাদের আটক করা হয়েছে, তারা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হরকাতুল জিহাদ’-এর সদস্য বলে কবুল করেছে। তারা এও জানিয়েছে, সকলেই জঙ্গি সংগঠন আল কায়েদার মতাদর্শে বিশ্বাসী।
আরও পড়ুন