Advertisement
E-Paper

ঝিনাইদহে আরও এক জঙ্গি ডেরার হদিশ, অভিযানে হত দুই, ধৃত চার

পনেরো দিনের ব্যবধানে ঝিনাইদহে আবারও এক জঙ্গি আস্তানার হদিশ পেল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। জেলার মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে ঐ আস্তানায় চালানো অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৩:৩৬
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পনেরো দিনের ব্যবধানে ঝিনাইদহে আবারও এক জঙ্গি আস্তানার হদিশ পেল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। জেলার মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে ঐ আস্তানায় চালানো অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর আরও দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আহমেদুল কবীর। তিনি জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানকালে চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
শনিবার গভীর রাতেই জঙ্গি আস্তানা সন্দেহে বজরাপুর গ্রামের ওই বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, আজ ভোর থেকে বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির শুরু হয়। এ সময় আত্মঘাতী হয় এক জঙ্গি, নিহত হয় আরও এক জন।

এর আগে গত ২১ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনিপাড়ার জঙ্গি আবদুল্লাহ ওরফে প্রভাতের বাড়ি ঘিরে অভিযান শুরু করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে অবশ্য কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধরা পড়েনি কোনও জঙ্গিও। তবে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়ি থেকে ২০ ড্রাম রাসায়নিক দ্রব্য, বিপুল পরিমাণ ইলেকট্রিক ডিভাইস, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

Terrorism Terrorist Anti Terror Operation Encounter RAB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy