ভোটের ইনিংসেও জয় দিয়েই শুরুটা করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একদিনের ম্যাচের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। একাদশতম বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামি লিগ প্রার্থী মাশরাফি।
রবিবার গণনার শুরু থেকেই নজর ছিল নড়াইল-২ আসনের দিকে। আর সেখানে প্রথম থেকেই এগিয়ে ছিলেন মাশরাফি বিন মোর্তাজা। রবিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জানা গিয়েছে, ২ লক্ষ ৭১ হাজার ২১০টি ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন বাংলাদেশের এই ফার্স্ট বোলার।
নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৭ হাজার ৮৪৪ জন। নৌকা প্রার্থী মাশরাফির ধারেকাছে কেউ ঘেঁষতে পারেননি। নড়াইল-২ থেকে বিএনপি প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩টি ভোট।