Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bangladesh

কাস্ত্রোর প্রয়াণে শোকাহত বাংলাদেশ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু কিউবার ফিদেল কাস্ত্রোর মৃত‌্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের শোকবার্তায় বাংলাদেশের স্বাধীনতায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৩৬
Share: Save:

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু কিউবার ফিদেল কাস্ত্রোর মৃত‌্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের শোকবার্তায় বাংলাদেশের স্বাধীনতায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

মুক্তিযুদ্ধের সময়ে বাঙালির স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া ফিদেল কাস্ত্রোকে বাংলাদেশ ২০১৩ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দিয়েছিল। শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘ফিদেল কাস্ত্রোর মৃত‌্যু বিশ্ব রাজনীতির জন‌্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

১৯৭৪ সালে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলনে বঙ্গবন্ধুর সঙ্গে ফিদেল কাস্ত্রো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিউবার কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর। ১৯৭৪ সালে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলন সম্মেলনের সময়ে বৈঠক হয়েছিল তাঁদের। সেই সময়ে ফিদেল বলেছিলেন, ‘‘আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখছি। ব্যক্তিত্ব আর সাহসে এই মানুষটি হিমালয়েরই সমান।’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার সঙ্গে ফিদেল কাস্ত্রোর সম্পর্কের কথা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

আরও পড়ুন:

ফিদেল কাস্ত্রো প্রয়াত

সিঁড়ি ভাঙতে স্বপ্ন ‘মেক ইন আমেরিকা’-ই

‘তোমাকে ভুল বুঝেছিলাম!’ ফিদেলকে লিখেছিলেন চে

সাম্রাজ্যবাদী হিংসার বিরুদ্ধে নীল আকাশের নাম

৬৩৪ বার খুন করার চেষ্টা হয়েছে ফিদেলকে?

আমেরিকার নাকের ডগায় ছোট্ট দ্বীপের স্পর্ধার নাম ফিদেল কাস্ত্রো

‘বিয়ার হাগ’ দিয়ে ইন্দিরাকে চমকে দিয়েছিলেন কাস্ত্রো

ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি ফিদেলের ছিল গভীর শ্রদ্ধা

ফিদেল কাস্ত্রোর প্রয়াণে টুইট করলেন যাঁরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh demise of Fidel Castro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE