Advertisement
০৫ মে ২০২৪

বাংলাদেশে রাষ্ট্র প্রধানের জন্য কেনা হবে একজিকিউটিভ বিমান

বুদাপেস্টে জল সম্মেলনে যাওয়ার সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে জরুরী অবতরণের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার প্রস্তাব দেন বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

হাঙ্গেরির জল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি এপি।

হাঙ্গেরির জল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি এপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ২১:৫৬
Share: Save:

বুদাপেস্টে জল সম্মেলনে যাওয়ার সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে জরুরী অবতরণের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার প্রস্তাব দেন বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

হাঙ্গেরি সফরের সময়ে যান্ত্রিক ত্রুটির জন‌্য তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছিল প্রধানমন্ত্রীর বিমান। এই ঘটনা বাংলাদেশে জানার পরই যুক্তরাষ্ট্র, ভারত, চিন, সৌদি আরব, কাতারের মতো বাংলাদেশেরও রাষ্ট্র প্রধানের বিশেষ বিমানের ব্যবস্থার জোর দাবি উঠেছে।

জাতীয় সংসদে অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানালেন মন্ত্রী রাশেদ। তিনি বলেন, “রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিভিআইপি ভ্রমণের জন্য একজিকিউটিভ এয়ারক্র্যাফট কেনা হবে। অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।”

বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার তদন্তে দু’টি কমিটি করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বুদাপেস্ট থেকে আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। বিমানমন্ত্রী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheikh Hasina Bangladesh Executive aircraft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE