Advertisement
E-Paper

২৬শে থেকে নতুন জায়গায় ঢাকার বেঙ্গল উচ্চাঙ্গ উৎসব

এ বছর উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের সব আয়োজন চূড়ান্ত করার শেষ পর্যায়ে স্থানবরাদ্দ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১৮:৫২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নতুন জায়গা, ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে শাস্ত্রীয় সংগীতের ষষ্ঠ আসরের। নতুন অনুষ্ঠানস্থলের নিশ্চয়তা মেলায় এ বার বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গ উৎসবের আসর যে হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। এ বার দিন তারিখ-সহ উৎসবের সব প্রস্তুতির খবর জানাল আয়োজক বেঙ্গল। এর আগে বাতিল হওয়া আসরের প্রায় সব শিল্পীই থাকছেন পুনর্নির্ধারিত আসরে। বাংলাদেশ ও ভারতের প্রথম সারির বহু বিশিষ্ট শিল্পী এই উচ্চাঙ্গসঙ্গীতের আসরে অংশ নেবেন।

এ বছর উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের সব আয়োজন চূড়ান্ত করার শেষ পর্যায়ে স্থানবরাদ্দ নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দেয়। পাঁচ বছরের ধারাবাহিকতায় উৎসবটি দেশের মানুষের কাছ থেকে বিপুল ভালবাসা পেয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জায়গা না পাওয়ায় গত ২২ অক্টোবর উৎসবের পরিকল্পনা আনুষ্ঠানিক ভাবে বাতিল ঘোষণা করে আয়োজক বেঙ্গল।

এক সাংবাদিক সম্মেলনে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেছেন, ‘‘এই উৎসব বেঙ্গলের নয়, এটি একটি জাতীয় উৎসব, মানুষের উৎসব। এ উৎসবের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।’’

আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্য শীতলপাটি, ঘোষণা ইউনেস্কোর

২৬ ডিসেম্বর সন্ধ্যায় ধানমন্ডি আবাহনী মাঠে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত চলবে এই উৎসব। প্রতি বারের মতো অনলাইনে বিনামূল্যে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হচ্ছে বাংলাদেশের গবেষক, চিন্তাবিদ ও সংস্কৃতি তাত্ত্বিক এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে। বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে তাঁর গবেষণা বাঙালি মুসলমানের মানসযাত্রা প্রসঙ্গ বাংলাদেশের সারস্বত সমাজ ও গবেষকদের মধ্যে নব্যচিন্তার বীজ বপণ করেছিল।এ বছর থেকে উৎসবে যুক্ত হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। উৎসবের প্রথম দিন কাজাখস্তানের ৫৮ সদস্যের আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রার সঙ্গে যুগল পরিবেশনায় অংশ নেবেন বেহালাশিল্পী পদ্মভূষণ এল সুব্রহ্মণ্যম। থাকছেন মেওয়াতি ঘরানার শিল্পী পণ্ডিত যশরাজ (খেয়াল), পণ্ডিত বিশ্বমোহন ভট্ট (মোহনবীণা), বিদূষী কালা রামনাথ (বেহালা), বিদ্বান ভিক্কুবিনায়করাম (ঘাটম), বিশিষ্ট ওডিশি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্র, পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায় ( সেতার), পণ্ডিত কৈবল্যকুমার গুরভ (খেয়াল), সাসকিয়া রাও (চেলো) এবং কত্থক নৃত্যদল অদিতি মঙ্গলদাস ডান্স কোম্পানি।

এ ছাড়াও অনুষ্ঠানে থাকছেন পদ্মা তলওয়ালকর (খেয়াল), পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (সরোদ), মাইসোর মঞ্জুনাথ (বেহালা), পণ্ডিত রনু মজুমদার (বাঁশি), পণ্ডিত কুশল দাস (সেতার), পণ্ডিত দেবজ্যোতি বসু (সরোদ), রাকেশ চৌরাসিয়া (বাঁশি), পূর্বায়ণ চট্টোপাধ্যায় (সেতার), রাজরূপা চৌধুরী (সরোদ), আবীর হোসেন (সরোদ)। এ ছাড়াও উৎসবের মধ্যমণি হিসেবে থাকবেন পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ রাশিদ খান, পণ্ডিত উলহাস কশলকার, ওস্তাদ শাহিদ পারভেজ খান প্রমুখ। তবলায় থাকছেন পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত যোগেশ সামসি।

Dhaka Festival ঢাকা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy