Advertisement
E-Paper

দুনিয়ার সেরা ধনীদের তালিকায় এই প্রথম এক বাংলাদেশি

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম বারের মতো নাম উঠল এক বাংলাদেশি নাগরিকের। মঙ্গলবার প্রকাশিত এই তালিকার জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের কর্ণধার সলমন এফ রহমান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ২২:১৮
সলমন এফ রহমান। ছবি: সংগৃহীত।

সলমন এফ রহমান। ছবি: সংগৃহীত।

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম বারের মতো নাম উঠল এক বাংলাদেশি নাগরিকের।

মঙ্গলবার প্রকাশিত এই তালিকার জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের কর্ণধার সলমন এফ রহমান। বেজিং-এর গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল-এর ওই তালিকার ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে তিনি রয়েছেন ১৬৮৫ নম্বরে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সলমন এফ রহমানের সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার।

বাংলাদেশ আমদানি-রফতানিকারী সংস্থা বেক্সিমকো-র যাত্রা শুরু ১৯৭২ সালে। প্রতিষ্ঠাতা সলমন এফ রহমান বর্তমানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। আশির দশকে ওষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টির পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ শুরু করে। পরে টেক্সটাইলস খাতেও আসে সাফল্য।

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ৯০-এর দশকে রাজনীতিতেও সক্রিয় হন সলমন এফ রহমান। তিনি বর্তমানে আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

পানগাঁও বন্দর নব দিগন্ত খুলল ভারত-বাংলাদেশ পণ্য পরিবহণে

হুরুন গ্লোবাল-এর এই তালিকায় স্থান পেয়েছেন ৬৮টি দেশের শীর্ষ ধনী ব্যক্তিরা। তালিকার শীর্ষ তিন জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফ্‌টের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসাবে তালিকার এক নম্বরে রয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ আট হাজার ১০০ কোটি ডলার বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন ওই তালিকায়। ৩৯৫ নম্বরে। ট্রাম্পের সম্পদের পরিমাণ ৪৫০ কোটি ডলার বলে ওই তালিকায় উল্লেখ করা হয়েছে।

Bangladeshi Citizen List Of World's Richest People First Time Salman F Rahman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy