Advertisement
১৯ মে ২০২৪

হ্রদে দোতলা বাড়ি ধসে পড়ে মৃত ৪

কাপ্তাই হ্রদে একটি দোতলা বাড়ি হেলে পড়ে একই পরিবারের তিনজন-সহ মোট চারজনের মৃত্যু হয়। মৃতেরা হলেন- জাহিদুল ইসলাম (৪০), তার মেয়ে পিংকি (১৩) ও ছেলে হামাদুল (৭) এবং উম্মে হাবিবা (২২)।

এই সেই বাড়ি। নিজস্ব চিত্র।

এই সেই বাড়ি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০১:৪৪
Share: Save:

কাপ্তাই হ্রদে একটি দোতলা বাড়ি হেলে পড়ে একই পরিবারের তিনজন-সহ মোট চারজনের মৃত্যু হয়। মৃতেরা হলেন- জাহিদুল ইসলাম (৪০), তার মেয়ে পিংকি (১৩) ও ছেলে হামাদুল (৭) এবং উম্মে হাবিবা (২২)। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের রাঙামাটি জেলার সদরে সরকারি মহিলা কলেজ সড়কে।

রাঙামাটি দমকল সূত্রের খবর, নঈমউদ্দিন টিটু ঠিকাদারের মালিকানাধীন দোতলা বাড়িটি মাত্র ১০ মিনিটের মধ্যে পুরোটাই হ্রদের জলে পড়ে যায়। অন্তত চারটি পরিবার আটকে পড়ে। তবে পাশের একটি নারিকেল গাছ থাকার কারণে পুরো বাড়িটি তলিয়ে যেতে পারেনি। ফলে কয়েকজন বাসিন্দা বেরিয়ে আসতে সক্ষম হন।

অন্য একটি সূত্র বলছে, দমকল কর্মী এবং স্থানীয়দের সহযোগিতায় দু’টি পরিবারের দুই মহিলা ও দু’জন পুরুষ এবং এক কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আর এক জন মারা যান। এ ছাড়া ওই দিন রাতেই বাড়িটির ভিতর থেকে এক শিশুর দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনার পর বাড়ির মালিক নঈমউদ্দিন টিটু পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

House collapsed lake Many death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE