Advertisement
E-Paper

বাংলাদেশি ভ্রমণকারীদের ভিসা পাওয়া আরও সহজ করল ভারত

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল ভারতীয় হাই কমিশন। এখন থেকে ট্যুরিস্ট ভিসার জন্যও আগাম অ্যাপয়েন্টমেন্ট বা ই-টোকেনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৫২

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল ভারতীয় হাই কমিশন। এখন থেকে ট্যুরিস্ট ভিসার জন্যও আগাম অ্যাপয়েন্টমেন্ট বা ই-টোকেনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। ১ জানুয়ারি ২০১৭ থেকে এ প্রক্রিয়া কার্যকর হবে। ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সহজ সরল করার চেষ্টার অংশ হিসেবে বিমান, ট্রেন বা বাসের কনফার্মড টিকিট-সহ সকল বাংলাদেশি ভ্রমণকারী ই-টোকেন বা আগাম অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই তাঁদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। ভিসা আবেদনপত্র আইভিএসি মিরপুর, আলামিন আপন হাইটস, ২৭/১/বি (২য় তলা), শ্যামলী (শ্যামলী সিনেমা হলের বিপরীতে), মিরপুর রোড, ঢাকা-১২০৭-এ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জমা দিতে পারবেন। ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্রের জমা দেওয়ার অন্তত সাত দিন পরের এবং এক মাসের মধ্যে হতে হবে। নিশ্চিত বিমান, ট্রেন বা বাসের (যথাযথ বাংলাদেশ-ভারত বাস সার্ভিস কর্তৃপক্ষের ইস্যুকৃত) টিকিট-সহ নারী ভ্রমণকারী ও তাঁদের নিকটতম পরিবারের সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি আবেদনপত্র জমাদানের স্কিমটি আইভিএসি উত্তরার পরিবর্তে ১ জানুয়ারি ২০১৭ থেকে আইভিএসি মিরপুর কেন্দ্রে অব্যাহত থাকবে। অ্যাপয়েন্টমেন্ট তারিখ, ই-টোকেনধারী আবেদনকারীরা তাঁদের ট্যুরিস্ট ভিসা আবেদনপত্র আইভিএসি গুলশান, উত্তরা, মতিঝিল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে জমাদান অব্যাহত রাখতে পারবেন। এ ছাড়া আইভিএসি মিরপুর ১ জানুয়ারি ২০১৭ থেকে নিশ্চিত ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকদের সরাসরি ট্যুরিস্ট ভিসা আবেদপত্র গ্রহণ করবে। এ সব ব্যবস্থা প্রবর্তনের ফলে ভারত ভ্রমণের নিশ্চিত টিকেট-সহ বাংলাদেশের কোনও আবেদনকারীর আর ই-টোকেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখের প্রয়োজন হবে না। ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দু’দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনই জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।

আরও খবর: নির্বাচন কমিশন গণতন্ত্রের বড় ভিত, দেরিতে হলেও বুঝেছেন খালেদা

India Bangladesh Tourist Visa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy