Advertisement
E-Paper

মৃত্যুর পর প্রকাশিত হল কবি মাহবুবুল হক তৃতীয় কাব্যগ্রন্থ

হৃদয়পুর কত দূর? তাঁর প্রশ্ন ছিল। সেই দীর্ঘ ভ্রমণে তাঁর অনীহা ছিল। তাঁর মন খারাপের গাড়ি থেমেছে গত ডিসেম্বরে। তার ঠিক দুই মাস পর বের হল কবি মাহবুবুল হক শাকিলের শেষ কাব্যগ্রন্থ, ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৭ ২২:৫০
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাকিয়া রুবাবা মৌপি। নিজস্ব চিত্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাকিয়া রুবাবা মৌপি। নিজস্ব চিত্র।

হৃদয়পুর কত দূর? তাঁর প্রশ্ন ছিল। সেই দীর্ঘ ভ্রমণে তাঁর অনীহা ছিল। তাঁর মন খারাপের গাড়ি থেমেছে গত ডিসেম্বরে। তার ঠিক দুই মাস পর বের হল কবি মাহবুবুল হক শাকিলের শেষ কাব্যগ্রন্থ, ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’।

ঢাকায় অমর একুশে বইমেলায় সোমবার মোড়ক খোলা হল অকাল প্রয়াত এই কবি ও রাজনীতিবিদের তৃতীয় কাব্যগ্রন্থের। দুই মলাটে ৮৪ টি কবিতার বই।

বাংলা অ্যাকাডেমীর শামসুর রহমান মিলনায়তনে বই প্রকাশের এই আনন্দে মিশেছিল শাকিলের না থাকার হাহাকার। আবৃত্তিকার গমগমে কন্ঠে পড়ছিলেন, “মৃতদের কান্নার কোনও শব্দ থাকে না, থাকতে নেই, নেই কোনও ভাষা, কবরের কোনও ভাষা নেই।”

মঞ্চে ছিলেন কবি হেলাল হাফিজ। মাইক্রোফোন হাতে নিয়ে কিশোরী কন্যা জাকিয়া রুবাবা মৌপি বলছিলেন, “বাবার প্রথম কবিতার বই যখন বের হয় তখন আমি ঢাকায় ছিলাম না। পরে ঢাকায় এসে বইটি পড়েছি। কিন্তু আমার তেমন কিছু মনে হয়নি। আমার বাবা আমার কাছে কবি হবার আগে সবার কাছে কবি হয়ে গেল।”

গত বছর এই মিলনায়তনেই দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’র প্রকাশনা অনুষ্ঠানের স্মৃতি মনে করে মৌপি আরও বলছিলেন, “আমি খুব অবাক হয়েছিলাম, এত মানুষ দেখে। আমি নিজে গল্প পড়তে পছন্দ করি। আমার ধারণা ছিল, সবাই তাই করে। সে দিন এত মানুষ দেখে অবাক হয়েছিলাম। বাবাকে বলেছিলাম, তুমিও আবার কবি। তোমার কবিতাও মানুষ পড়ে! আজ আমার আর এক প্রিয় কবি হেলাল হাফিজ মঞ্চে আছেন। বাবা নেই। তবু আমার আনন্দ হচ্ছে।”

প্রতি রাতেই মাহবুবুল হক শাকিল কবিতা লিখতেন। সকালে সেগুলো গুছিয়ে রাখতেন সহধর্মিনী নীলুফার আনজুম। প্রিয় মানুষের কবিতার বই বের হওয়ার দিনে তাঁর চোখে ভর করেছিল শূন্যতা। মাইক্রোফোন হাতে নিয়ে শুধু বললেন, “ভালবাসার মানুষ হারায় না। আমি মনে করি, আমি যেমন সৃষ্টিকর্তাকে ভালবাসি, কিন্তু তাঁকে দেখতে পাই না। তেমনি খুব কাছের মানুষ, ভালবাসার জন কবি মাহবুবুল হক শাকিল আমার প্রতিটি সত্ত্বায় থাকবে, যতদিন আমি বেঁচে থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি হেলাল হাফিজ, কবি হাবীবুল্লাহ সিরাজী এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপু মণি।

Mahbub ul Haq
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy