Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সাতসকালেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মৃদু ভূমিকম্পের কেঁপে উঠল বাংলাদেশের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা। সোমবার সকাল সাড়ে ৬টায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ১৫:৫৮
Share: Save:

মৃদু ভূমিকম্পের কেঁপে উঠল বাংলাদেশের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা। সোমবার সকাল সাড়ে ৬টায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭। ইউএসজিএস সূত্রে খবর, কম্পনের কেন্দ্রস্থল ছিল খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ঘুম থেকে উঠতেই হালকা একটা দুলুনি অনুভব করেন। প্রথমটায় বুঝতে পারেননি ভূমিকম্প হচ্ছে। আশপাশের লোকজন যখন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেন, তখন বুঝতে পারি বিষয়টা। এ দিন ভূমিকম্পের ফলে কজনের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে।

তবে সে দেশের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এটা একটা মৃদু মাত্রার ভূমিকম্প ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Earthquake Mild Tremor Chittagong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE