Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এ বার সাতক্ষীরায় ইসকন মন্দিরের পুরোহিতকে কুপিয়ে খুনের চেষ্টা

ঝিনাইদহের পর এ বার সাতক্ষীরা। বাংলাদেশে পুরোহিত খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের হামলা হল আর এক পুরোহিতের উপর। শনিবার ভোরে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ইসকন মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত পুরোহিত। ছবি সৌজন্য বাংলা ট্রিবিউন।

হাসপাতালে আহত পুরোহিত। ছবি সৌজন্য বাংলা ট্রিবিউন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ১০:৫৫
Share: Save:

ঝিনাইদহের পর এ বার সাতক্ষীরা। বাংলাদেশে পুরোহিত খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের হামলা হল আর এক পুরোহিতের উপর। শনিবার ভোরে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ইসকন মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মানুষ জানাচ্ছেন, রাতে মন্দিরেই ঘুমোতেন ভবসিন্ধুবাবু। শনিবার স্থানীয় সময় ভোর ৪ টে নাগাদ জনা ছ’য়েক দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে মন্দিরে ঢোকে। এর পরেই ঘুমিয়ে থাকা পুরোহিতকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তারা। চিৎকার শুনে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আহত পুরোহিতের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কারা এর পিছনে আছে এখনও পরিষ্কার হয়নি।

গত কয়েক মাস ধরে বেশ কয়েক জন সংখ্যালঘু পুরোহিত বা পাদ্রির উপর হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। শুক্রবার ভোরে ঝিনাইদহের মধুপুরে কাস্টসাপরা রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৫০) কুপিয়ে খুন করে যায় মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতী। মাসখানেক আগে ঝিনাইদহেই কুপিয়ে মারা হয়েছিল আর এক পুরোহিতকে।

আরও পড়ুন:
বাংলাদেশে পুরোহিতকে কুপিয়ে খুন, সতর্ক এ রাজ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Satkhira Priest Attacked Isckon Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE