Advertisement
০৪ মে ২০২৪
International news

সন্দেহভাজন জঙ্গি তালিকায় ৬৮ জনের নাম প্রকাশ করল র‌্যাব

বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সংশোধিত নতুন তালিকায় এ বার ৬৮ জনের নাম দেওয়া হয়েছে। গুলশন ও সোলাকিয়ায় হামলায় জড়িত জঙ্গিরা দীর্ঘ দিন নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসার পরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলি নিখোঁজদের তালিকা তৈরি করতে শুরু করেছিল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ২১:১৩
Share: Save:

বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সংশোধিত নতুন তালিকায় এ বার ৬৮ জনের নাম দেওয়া হয়েছে। গুলশন ও সোলাকিয়ায় হামলায় জড়িত জঙ্গিরা দীর্ঘ দিন নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসার পরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলি নিখোঁজদের তালিকা তৈরি করতে শুরু করেছিল। প্রথম দফায় গত ১৯ জুলাই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ২৬২ জনের তালিকা তৈরি করেছিল। তালিকাটির ঝাড়াই-বাছাই শেষে ৬৮ জনের এই তালিকা সোমবার প্রখাশ করেছে র‌্যাব। নিখোঁজদের তালিকায় তিন জন নারীও রয়েছেন। র‌্যাব জানায়, নিখোঁজদের বয়স প্রধানত ১৫ থেকে ৪০ বছরের মধ্যে।

সংশোধিত তালিকার নিখোঁজ ৬৮ জন হল ম. মহিবুর রহমান (৩০), ম. সাজ্জাদ রউফ ওরফে অর্ক (২৪), আরাফত হোসেন তুষার, তাহমিদ রহমান সাফি (৩০), খাঁন ম., মাহমুদুল আহসান রাতুল (২৩), ঝুন্নুন শিকদার (৩০), কাজি ম. মইনউদ্দিন শরিফ (৩০), ম. তাওসিফ হোসেন (২৩), জুবায়েদুর রহিম, ইব্রাহিম হাসান খান (২৫), জুনায়েদ হাসান খান, এএসএম ফারহান হোসেন (২৯), মনোয়ার হোসেন (সবুজ), আশরাফ মহম্মদ ইসলাম, ম. বাদশা আলি (২৫), ম. সুমন (২৮), ম. আশিক ওরফে সাব্বির রহমান (১৬), নজিবুল্লাহ আনসারি (২৭), ম. বাশারুজ্জামান ওরফে আবুল বাশার, ম. শরিফুল ইসলাম, রাহাত বিন আব্দুল্লাহ (২৬), বেলাল মোল্লা সোহেল (২২), ম. মাজেদুল হক (৩৫), আমান উল্লাহ আমান (২৪), ম. কামরুজ্জামান (২৩), ম. সাহারাত আলি (২৬), হাসানুর রহমান ওরফে আসানুর, ইকবাল হোসেন (২৯), ম. তহিদুল ইসলাম (২০), হাসান আলি (৩৭), ফারুক হোসেন (৩৭), সুমন হোসেন, রাশেদ হোসেন (২৫), শাহজাহান (৩৩), ম. জুবায়ের হোসেন ফারুক (২১), ম. তাজুল ইসলাম চৌধুরী (৩৮), তামিম আহমেদ চৌধুরী (৩১), ম. জাকির হোসেন (২৮), আশরাফুজ্জামান (৩২), ম. শাহরিয়ার খান ওরফে শাহজাহান (৩৩), সাদমান হোসেন (পাপন) (২৩), ম. আকরাম হোসেন (২৫), জুলহাস শেখ (৩২), ম. হাবিবুল্লাহ (২৬), জহিরুল ইসলাম চৌধুরী (২৬), ম. ইমরান (২২), এটিএম তাজউদ্দিন (৩৬), ম. হাবিবুর রহমান (১৬), ম. ইসমাইল হোসেন (২২), ম. মিন্টু রহমান ওরফে বৈরাগী মিন্টু (২৭), ম. মারুজুক হায়দার ওরফে জাহিন (১৭), মহিদুল ইসলাম ওরফে মিশুক (১৭), রাকিবুল ইসলাম ওরফে রিয়েল (২৪), মিন্টু মিয়া (ঈদু) (৩৫), রেজাউল করিম (২৬), ইকবাল হোসেন (২০), জাহাঙ্গির আলম (২৫), মকসুদ আলি (২৫), আব্দুল হামিদ (৩০), রিয়াজউদ্দিন (১৫), জহিরুল ইসলাম (১৬), সাখাওয়াত হোসেন (২৮), মহম্মদ সাইফুল্লাহ ওজাকি ওরফে সুজিত দেবনাথ, রোকনুদ্দিন খন্দকার (৫০), নাঈমা আক্তার, রেজওয়ানা রোকন (২৩), রামিতা রোকন (১৭) ও সাদ কায়েস (৩০)।

র‌্যাবের মিডিয়া উইংয়ের কর্তা কমান্ডার মুফতি মাহমুদ জানিয়েছেন, প্রথম দফায় দেওয়া ২৬২ জনের তালিকা ঝাড়াই-বাছাই শেষে তাঁরা এই সংশোধিত তালিকা প্রকাশ করেছেন। নতুন এই নিখোঁজ তালিকার ৬৮ জনের মধ্যে কত জন জঙ্গিদের সঙ্গে জড়িত সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

milltants dhaka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE