Advertisement
০৭ মে ২০২৪
International news

শেষমেশ সিলেটের জঙ্গি আস্তানার দখন নিল কমান্ডো বাহিনী

তিন দিনের অভিযানে সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনীর কমান্ডো দল। সেখানে চারটি লাশ পাওয়ার কথা জানিয়েছে তারা।

ছবি আইএসপিআর-এর সৌজন্যে

ছবি আইএসপিআর-এর সৌজন্যে

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ২০:২৪
Share: Save:

তিন দিনের অভিযানে সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনীর কমান্ডো দল। সেখানে চারটি লাশ পাওয়ার কথা জানিয়েছে তারা।

ওই অভিযান নিয়ে সোমবার সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের জানান, ‘আতিয়া মহল’ থেকে এক নারী-সহ চার জঙ্গির দেহ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে দুই জঙ্গির দেহ রবিবারই মিলেছিল। তিনি আরও জানান, ‘আতিয়া মহল’-এর নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে।

ভিতরে থাকা সম্ভাব্য সব জঙ্গিই মারা গিয়েছে। তবে, ওই বাড়িতে জঙ্গিরা প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ করে রেখেছিল বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার ফখরুল। তিনি বলেন, ‘‘অপারেশন টোয়াইলাইট এখনও শেষ হয়নি। বাড়িটিতে আরও তল্লাশি চলবে।’’ তিনি আরও বলেন, “সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা যে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে, তাতে আমরা সবাই গর্বিত। নিজেদের কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সুন্দর এবং সফল ভাবে এই অভিযান চলেছে।”

আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে জঙ্গি রিপনের প্রাণভিক্ষার আবেদন

সোমবার সকাল থেকেই বেশ কিছু ক্ষণ একটানা গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর থেকে থেমে থেমে গুলির শব্দও পাওয়া যায়। দুপুর ২টো থেকে বিকেল ৩টে পর্যন্ত বিস্ফোরণের শব্দ বেশি শোনা গিয়েছে। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়ি ঘেরাও করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhaka Terrorism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE