Advertisement
E-Paper

শেখ হাসিনাই ফের আওয়ামি লিগ সভাপতি, নতুন সাধারণ সম্পাদক কাদের

বাংলাদেশ আওয়ামি লিগের সভাপতি পদে অষ্টমবারের জন্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দলের সাধারণ সম্পাদক পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৯:২৪

বাংলাদেশ আওয়ামি লিগের সভাপতি পদে অষ্টমবারের জন্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দলের সাধারণ সম্পাদক পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে দলের ২০তম সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন রবিবার বিকালে নির্বাচনী অধিবেশনে দলের শীর্ষ এই দুই পদে নির্বাচিত হন তাঁরা।

নির্বাচনী অধিবেশনে নির্বাচন কমিশনার ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সৈয়দা সাজেদা চৌধুরী। সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আর এক সদস্য মোশাররফ হোসেন। পুরো কাউন্সিল সেই প্রস্তাব সমর্থন করে। কমিশন শেখ হাসিনাকে আওয়ামি লিগের সভাপতি ঘোষণা করেন।

দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক। এ নিয়ে বেশ কয়েক দিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবীর নানক। এই পদেও বিকল্প কোনও নামের প্রস্তাব না আসায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদেরকে আওয়ামি লিগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

দলকে ২০১৯-এর ভোটের জন্য তৈরি হতে বললেন হাসিনা

১৯৮১ সালে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১৯৮১, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৯ ও ২০১২ সালে আওয়ামি লিগের সভাপতি নির্বাচিত হয়েছেন।

সভাপতিমণ্ডলীতে নতুনদের মধ্যে রয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, দফতর সম্পাদক আব্দুল মান্নান খান, ঠাকুরগাঁও জেলা আওয়ামি লিগের সভাপতি রমেশ চন্দ্র সেন, যশোহর জেলা আওয়ামি লিগের সিনিয়র সহ-সভাপতি পীযূষ ভট্টাচার্য। পুরনোদের মধ্যে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মহম্মদ নাসিম, জাফরুল্লাহ চৌধুরী, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর বাদ পড়েছেন বিগত কমিটিতে থাকা নুহ উল আলম লেনিন।

যুগ্ম সম্পাদক হয়েছেন মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গির কবীর নানক এবং আবদুর রহমান। আবদুর রহমান ছাড়া বাকি তিনজন পুরনো কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলের কোষাধ‌্যক্ষ হয়েছেন এনএইচ আশিকুর রহমান। তিনি আগের কমিটিতেও ছিলেন।

সম্মেলনে আওয়ামি লিগের ৮৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৬০ পদ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হল।

আরও পড়ুন

আজকে নাকি চোখ আঁকা

Sheikh Hasina Awami League President General Secretary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy