Advertisement
E-Paper

গোপালগঞ্জে প্রার্থী হাসিনা

শুক্রবার তাঁর শ্বশুরবাড়ি এলাকার রংপুর-৬ আসনটি তিনি ছেড়ে দিলেন সংসদের স্পিকার শিরিন শরমিন চৌধুরীকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০২:৫৯
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

আসন্ন নির্বাচনে মাত্র একটি আসনে লড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার তাঁর শ্বশুরবাড়ি এলাকার রংপুর-৬ আসনটি তিনি ছেড়ে দিলেন সংসদের স্পিকার শিরিন শরমিন চৌধুরীকে। এর ফলে পৈতৃক বাড়ি সংলগ্ন গোপালগঞ্জ-৩ আসনটিতেই প্রার্থী রইলেন হাসিনা।

বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের একাধিক আসনে লড়া দস্তুর। গত নির্বাচনেও রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। পরে রংপুরের আসনটি তিনি শিরিন শরমিন চৌধুরীকে ছেড়ে দেন। বিএনপির নেত্রী খালেদা জিয়া জেল থেকে ফেনি ও বগুড়ার তিনটি আসনে মনোনয়ন জমা দিলেও ২টি মামলায় ১৭ বছর কারাদণ্ডের কারণে প্রার্থী হয়ে পারছেন না। দু’টি আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির নেতা প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মহম্মদ এরশাদও।

রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু শুক্রবারও ৩০০ আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি আওয়ামি লিগের জোট এবং বিএনপির জোট। আওয়ামি লিগ জানিয়েছে, শরিকদের ৬০টির মতো আসন ছাড়ছে তারা। শরিকদের ৯৪টি আসন ছেড়ে ২০৬টি আসনে লড়বে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি। এর মধ্যে তারা দলের প্রতীক ‘ধানের শিস’ নিয়ে লড়ার জন্য মৌলবাদী জামাতে ইসলামিকে ২৫টি আসন ছেড়েছে। তবে তাতে অখুশি জামাত আরও অন্তত ৩৫টি আসনে নির্দল হিসেবে লড়ার কথা জানিয়েছে।

Election Gopalganj Sheikh Hasina Awami League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy