Advertisement
২০ এপ্রিল ২০২৪
Bangladesh News

ঢাকা বিমানবন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হামলাকারী নিহত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হল হামলাকারী এক যুবক। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিমানবন্দরের প্রবেশপথে গোলচত্বর এলাকায় পুলিশ চেকপোস্টের ১০-১৫ গজ দূরে আত্মঘাতী হামলা হয়।

ঘটনাস্থলে পুলিশি তৎপরতা।  —নিজস্ব চিত্র।

ঘটনাস্থলে পুলিশি তৎপরতা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ২১:৪৬
Share: Save:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হল হামলাকারী এক যুবক। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বিমানবন্দরের প্রবেশপথে গোলচত্বর এলাকায় পুলিশ চেকপোস্টের ১০-১৫ গজ দূরে আত্মঘাতী হামলা হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই হামলার দায়স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যদিও সে দাবি উড়িয়ে দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ঘটনার বিবরণ দিয়ে উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) আতিকুল ইসলাম জানান, নিহত ওই যুবক চেকপোস্টে আত্মঘাতী হামলা চালাতেই এসেছিল বলে অনুমান করা হচ্ছে। কিন্তু, চেকপোস্টে পৌঁছনোর ১০ গজ সামনেই বোমাটি তার শরীরে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নিহত হয় সে। এ দিনের হামলার পর ঘটনাস্থলটি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

আরও পড়ুন

হাসিনার সফরে সই হবে পরমাণু চুক্তি

—ফাইল চিত্র।

এ ঘটনাকে আত্মঘাতী হামলা বলে দাবিও করেছে আইএস। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির সাইট ইনটেলিজেন্স গ্রুপের দাবি, “বাংলাদেশের রাজধানী ঢাকায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ করে এই হামলা হয়েছে।”

আইএস দাবি করলেও বিস্ফোরণের ঘটনাটি ‘আত্মঘাতী হামলা’ নয় বলে পাল্টা দাবি করেছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের বলেন, “এটা কোনও আত্মঘাতী হামলা নয়। এক ব্যক্তি ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে হেঁটে যাওয়ার সময় ওই বিস্ফোরণ ঘটে। ওই যুবক বোমা বয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে অতি সতর্ক হতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে বলে মনে করছি।”

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর বিমানবন্দরে প্রবেশপথ-সহ ওই রাস্তায় চলাচলকারী যানবাহনগুলিতে ব্যাপক তল্লাশি শুরু করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া বলেন, “ঘটনার পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। হামলাকারী নিহত হয়েছে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি।” প্রতিটি এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে জানিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE