E-Paper

শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ— ইঞ্জিনিয়ারিং শিক্ষায় পশ্চিমবঙ্গে নতুন দিগন্ত খুলে দিচ্ছে ‘প্রি-কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার’

প্রতি বছরই এই সংস্থা ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’ আয়োজন করে, যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকরা সরাসরি কলেজ প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের ভবিষ্যতের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান ও কোর্স বেছে নিতে পারেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৬:০৫
‘এপিএআই প্রি-কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার’।

‘এপিএআই প্রি-কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার’।

বিগত বছরের সাফল্যের পর, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর, ‘ম্যাকাউট’ এবং ‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড’-এর সহায়তায় আয়োজিত হচ্ছে ‘এপিএআই প্রি-কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার’। ‘অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস্‌’ (APAI) একটি অলাভজনক সংস্থা, যা রাজ্যে প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

প্রতি বছরই এই সংস্থা ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’ আয়োজন করে, যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকরা সরাসরি কলেজ প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিজেদের ভবিষ্যতের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান ও কোর্স বেছে নিতে পারেন। বর্তমান সময়ে কেরিয়ারের অসংখ্য বিকল্পের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা শিক্ষার্থীদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, তখন এই এডুকেশন ফেয়ারগুলি সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটিকে অনেকটা সহজ করে তোলে।

দু’দিনব্যাপী এই বিশাল ‘এডুকেশন ফেয়ার’ ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষার সম্ভাবনা ও সুযোগকে সুন্দরভাবে তুলে ধরবে গোটা রাজ্যের শিক্ষার্থীদের সামনে। সমন্বিতভাবে আয়োজিত এই ইভেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত থাকতে পারবেন বা অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন এই লিঙ্কের www.apailive.com-এর মাধ্যমে।

অনলাইন প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ কিছু ফিচার:

১) দু’দিনব্যাপী লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা।

২) ৩৬০° ভার্চুয়াল ট্যুর ‘এপিএআই প্রি-কাউন্সেলিং’ সেশনের।

৩) গুরুত্বপূর্ণ রেকর্ডেড সেশনের সম্পূর্ণ ভিডিয়ো।

৪) দূরে থাকা শিক্ষার্থীদের জন্য ‘অনলাইন কাউন্সেলিং সাপোর্ট’।

৫) ওয়েবসাইটে চ্যাটের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবে ‘এআই বট’ (AI BOT)।

প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘এপিএআই প্রি-কাউন্সেলিং এবং এডুকেশন ফেয়ার’

শুধু তথ্যের ভাণ্ডার নয়, বরং ভবিষ্যতের এক নির্ভরযোগ্য দিশা। রাজ্যের প্রযুক্তি শিক্ষাক্ষেত্রের অপার সম্ভাবনার দিকটিকে সামনে তুলে ধরতে ‘এপিএআই’-এর এই প্রয়াস এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এপিএআই’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

APAI Pre-counselling & Education Fair Education Counseling Students

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy