E-Paper

অ্যাপোলো হাসপাতালের অভিনব উদ্যোগ, শুরু হল ‘অ্যাপোলো জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রাম’

‘অ্যাপোলো জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রাম’-টি অস্থিসন্ধির ব্যথা, আর্থ্রাইটিস, প্রদাহজনক সমস্যা এবং লিগামেন্টের আঘাতে ভুগছেন, এমন রোগীদের চিকিৎসার চাহিদা বুঝে তৈরি করা হয়েছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১২:৪৯
‘অ্যাপোলো জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠান (চিত্র: সংগৃহীত)

‘অ্যাপোলো জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠান (চিত্র: সংগৃহীত)

অ্যাপোলো হাসপাতালের অভিনব উদ্যোগে শুরু হল ‘অ্যাপোলো জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রাম’। এই বিশেষ উদ্যোগটি বিশ্ব জুড়ে অস্থিসন্ধির চিকিৎসায় বিপ্লব আনতে প্রস্তুত। এই পদ্ধতি অস্থিসন্ধির স্বাস্থ্যরক্ষায় এক সক্রিয় পদক্ষেপ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক সঙ্গীতা রেড্ডি, সিডনির ‘রয়েল প্রিন্স আলফ্রেড’ হাসপাতালের অর্থোপেডিক সার্জন, আর্থ্রোস্কোপিক এবং প্রতিস্থাপন বিশেষজ্ঞ চিকিৎসক ব্রেট ফ্রিটশ এবং অ্যাপোলো হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা।

‘অ্যাপোলো জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রাম’-টি অস্থিসন্ধির ব্যথা, আর্থ্রাইটিস, প্রদাহজনক সমস্যা এবং লিগামেন্টের আঘাতে ভুগছেন, এমন রোগীদের চিকিৎসার চাহিদা বুঝে তৈরি করা হয়েছে। পাশাপাশি এই প্রোগ্রামে সক্রিয় এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাসের উপর জোর দেওয়া হয়েছে।

‘অ্যাপোলো জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রাম’-এর উদ্বোধনে উদ্যোক্তা দলকে অভিনন্দন জানিয়ে, অ্যাপোলো হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক সঙ্গীতা রেড্ডি বলেন, “যাঁরা জয়েন্টের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন, অ্যাপোলোর জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রামটি সেইসব রোগীদের আরাম এবং সহায়তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং এটি সকল বয়সের ব্যক্তিদের জন্য উপকারী। এই অনন্য উদ্যোগের মাধ্যমে, আমাদের বিশেষজ্ঞদের দল ‘৩ টিএস’-এর উপর মনোনিবেশ করেছেন যা হল, উপযুক্ত পরামর্শ, চিকিৎসা (চিকিৎসা এবং অস্ত্রোপচার উভয়) এবং থেরাপি (পুনর্বাসন, পুষ্টি এবং বিকল্প থেরাপি-সহ)। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা রোগীদের সক্রিয় জীবনধারা বজায় রাখতে এবং তাঁদের পছন্দের কাজ চালিয়ে যাওয়ার কর্মশক্তি দিতে চাই।”

কলকাতার অ্যাপোলো হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক অভীক কর বলেন, “জয়েন্ট প্রিজ়ারভেশন প্রোগ্রামটি তৈরি করা হয়েছে অস্থিসন্ধির স্বাস্থ্য বজায় রাখার জন্য। এই ধরনের থেরাপি রোগীদের গতিশীল জীবন ফিরে পেতে এবং ব্যথামুক্ত জীবনযাপনের জন্য একটি সক্রিয় পথ প্রদান করবে। এই প্রোগ্রামটি ব্যথা প্রতিরোধ এবং অস্থিসন্ধির কার্যকারিতা পুনরুদ্ধারের জন্য তৈরি। এখানে রোগীকেন্দ্রিক যত্নের দিকটিও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়।”

এই উন্নত চিকিৎসায় রোগীদের ‘প্লেটলেটসমৃদ্ধ প্লাজ়মা (পিআরপি) থেরাপি’ এবং অত্যাধুনিক ‘স্টেম সেল অ্যাপ্লিকেশন’-এর মতো চিকিৎসার পাশাপাশি উন্নত অর্থোবায়োলজিক থেরাপিও ব্যবহার করা হয়। এই বিশেষ পদ্ধতিটি কেবল যে কোনও বড় অস্ত্রোপচারের হস্তক্ষেপ এড়াতে সাহায্য করে তা-ই না, বরং একটি গতিশীল ও সক্রিয় জীবনযাত্রা বজায় রাখতেও উৎসাহিত করে।

‘পিআরপি ইনজেকশন’ শরীরের সহজাত নিরাময় ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রদাহ কমাতে এবং অস্থিসন্ধির মেরামতকে ত্বরান্বিত করে। ‘স্টেম সেল’ চিকিৎসা তরুণাস্থিকে পুনরুজ্জীবিত করতে এবং সামগ্রিক অস্থিসন্ধির কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। অন্য দিকে ‘অস্টিয়োটমি’র মতো অস্ত্রোপচারও উন্নত পরিষেবা প্রদান করবে। এ ছাড়াও থাকবে আরও নানা ধরনের উন্নত অস্ত্রোপচারের পদ্ধতি। পাশাপাশি, রোগীরা বিস্তৃত পরিসরের সহায়তা পরিষেবা পাবেন। যাঁর মধ্যে রয়েছে ফিজিয়োথেরাপি, পুনর্বাসন, ওজন ব্যবস্থাপনার জন্য পুষ্টি পরামর্শ এবং অন্যান্য সহায়ক থেরাপি।

এই যৌথ সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে এখন বিভিন্ন ধরনের চিকিৎসা বিকল্প এবং সহায়তা পরিষেবা উপলব্ধ রয়েছে। অ্যাপোলো হাসপাতাল সকলের জীবনযাত্রার মান উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যাপোলো হাসপাতাল সম্পর্কে:

১৯৮৩ সালে চিকিৎসক প্রতাপ সি. রেড্ডি চেন্নাইতে প্রথম হাসপাতাল চালু করার মাধ্যমে স্বাস্থ্যসেবায় বিপ্লব আনেন। আজ, অ্যাপোলো ভারতের বৃহত্তম সমন্বিত স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম যেখানে ৭৩টি হাসপাতালে ১০,০০০-এরও বেশি শয্যা, ৬০০০-এরও বেশি ফার্মেসি এবং ২০০-এরও বেশি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। পাশাপাশি রয়েছে ১৫০টি টেলিমেডিসিন কেন্দ্রও।

এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কার্ডিয়াক সেন্টার যেখানে ২০০,০০০-এরও বেশি সার্জারি হয়েছে এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি ক্যান্সার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও। রোগীদের বিশ্বের উন্নততম চিকিৎসা নিশ্চিত করতে অ্যাপোলো সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম এবং চিকিৎসা প্রোটোকল আনার জন্য গবেষণায় বিনিয়োগ করে চলেছে।

এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Apollo Joint Preservation Program India

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy