সাম্প্রতিককালে ফুসফুসের রোগ নির্ণয় এবং শ্বাসযন্ত্রের অন্যান্য অঙ্গগুলির আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে অন্যতম হয়ে উঠেছে ‘ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি’ এবং ‘মেডিকেল থোরাকোস্কোপি’। এই দুই পদ্ধতি মূলত ফুসফুসের ক্যানসার, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা, যক্ষ্মা, টিউমার বা অন্যান্য ফুসফুসের সংক্রমণ শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়।
‘ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি’ হল একটি নন-ইনভেসিভ পরীক্ষা। যেখানে একটি ফ্লেক্সিবল টিউবের মাধ্যমে শ্বাসনালী ও ফুসফুসের অভ্যন্তরীণ অংশকে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ‘মেডিকেল থোরাকোস্কোপি’ হল আধুনিক মিনিমালি ইনভেসিভ পদ্ধতি। যেখানে একটি সরু ক্যামেরাযুক্ত যন্ত্র ব্যবহার করে ফুসফুসের বাইরের অংশের পর্যবেক্ষণ এবং পরীক্ষা করা হয়।
সম্প্রতি আনন্দবাজার ডট কমের সঙ্গে আলোচনায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট চিকিৎসক অক্ষিত গুপ্তা ‘ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি’ এবং ‘মেডিকেল থোরাকোস্কোপি’ নিয়ে বিস্তারিত জানিয়েছেন।
বিশদে জানতে নীচের ভিডিয়োটি দেখুন:
‘ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি’ এবং ‘মেডিকেল থোরাকোস্কোপি’ নিয়ে আলোচনায় চিকিৎসক অক্ষিত গুপ্তা
‘ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি’ করার আগে সাধারণত রোগীকে কিছু সময় আগে খালি পেটে থাকতে হয় (৬-৮ ঘণ্টা) এবং রোগীকে লোকাল অ্যানেস্থেশিয়া বা সেডেটিভ ধরনের কিছু ওষুধ দেওয়া হয়, যাতে তিনি অস্বস্তি অনুভব না করেন। এই প্রক্রিয়া সামান্য জটিল হলেও রোগীর কোনও অসুবিধা হয় না। ‘ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি’ হয়ে যাওয়ার পর রোগীকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়, সামান্য গলা ব্যথা বা কাশি হতে পারে, এটাও স্বাভাবিক। পাশাপাশি রোগী একই দিনে বাড়িও ফিরে যেতে পারেন।
‘মেডিকেল থোরাকোস্কোপি’তে ফুসফুস ও তার আশেপাশের পর্দাকে পরীক্ষা করা হয়। ‘মেডিকেল থোরাকোস্কোপি’ করার আগে রোগীকে ‘এক্স-রে’, ‘সিটি স্ক্যান’, বা ‘আল্ট্রাসাউন্ড’ করিয়ে নেওয়া হয় এবং লোকাল বা মাইল্ড সেডেটিভ অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। ‘মেডিকেল থোরাকোস্কোপি’ প্রক্রিয়া শেষ হওয়ার পরে রোগীকে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়, ব্যথা বা সামান্য অস্বস্তি হতে পারে এবং রোগী সাধারণত একই দিনে বা পরের দিন হাসপাতাল থেকে ছাড়া হয়।
যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন:
জরুরি নম্বর: ১০৬৬
হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২
ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।