E-Paper

আধুনিক ‘লোটাস এফেক্ট টেকনোলজি’— এই নতুন উদ্ভাবন ঘরের দেওয়াল রাখবে দাগমুক্ত ও পরিচ্ছন্ন বছরের পর বছর

দেশের শীর্ষস্থানীয় রঙের এই ব্র্যান্ড এবার নিয়ে এসেছে তাদের অন্যতম উদ্ভাবন, ‘অ্যাপকোলাইট অল প্রটেক’, যা অত্যাধুনিক ‘লোটাস এফেক্ট টেকনোলজি’ দিয়ে তৈরি করা হয়েছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ১৩:৪৪

বাড়ি শুধু ইট-কাঠ-পাথরের চার দেওয়াল হয় না, এর মধ্যেই মিশে থাকে আপনজনের সঙ্গে কাটানো রঙিন মুহূর্ত। তাই বাড়ির দেওয়াল ও সেজে ওঠা চাই পছন্দের রঙে। কিন্তু সেই রং এমন হওয়া উচিত যা সময়ের সঙ্গে সঙ্গে দাগকেও দূরে রাখে। যখন বাড়ির দেওয়ালকে দাগ থেকে দূরে রাখার প্রশ্ন আসে তখন এই বিষয়ে ‘এশিয়ান পেইন্টস’ থাকবে সবার থেকে এগিয়ে।

দেশের শীর্ষস্থানীয় রঙের এই ব্র্যান্ড এবার নিয়ে এসেছে তাদের অন্যতম উদ্ভাবন, ‘অ্যাপকোলাইট অল প্রটেক’, যা অত্যাধুনিক ‘লোটাস এফেক্ট টেকনোলজি’ দিয়ে তৈরি করা হয়েছে। এই উৎকৃষ্টমানের ঘরের রং, দাগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর, আগুন-প্রতিরোধী এবং দেখতেও দৃষ্টিনন্দন।

পদ্মপাতার প্রাকৃতিক আত্মপরিষ্কারের ক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে, ‘লোটাস এফেক্ট টেকনোলজি’ একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা দেওয়ালে দাগ বসে যাওয়ার আগেই তা প্রতিরোধ করে। কফি ও সস থেকে শুরু করে রং পেন্সিল পর্যন্ত — এই আধুনিক প্রযুক্তি দেওয়ালকে রাখে ঝকঝকে পরিষ্কার।

শুধু যে দেওয়ালকে দাগের হাত থেকে রক্ষা করে তাই নয়, ‘এশিয়ান পেইন্টস’-এর এই রঙে রয়েছে আগুন প্রতিরোধী ক্ষমতাও। সুগন্ধযুক্ত এই রং বাড়িকে ভরিয়ে তোলে সতেজ সুবাসে। ম্যাট এবং শাইন উভয় ফিনিশেই এই রং উপলব্ধ। ছয় বছরের ‘পারফরম্যান্স ওয়ারেন্টি’ নিশ্চিত করে এর সর্বোচ্চ মান এবং কার্যক্ষমতা।

‘এশিয়ান পেইন্টস লিমিটেড’-এর এমডি এবং সিইও, অমিত সিঙ্গল বলেন, “এশিয়ান পেইন্টসে, আমরা বহু সময় ব্যয় করি এটি বোঝার জন্য যে ঘরবাড়ি কী ভাবে পরিবর্তিত হচ্ছে এবং আজকের গ্রাহকদের প্রকৃত চাহিদার কথা মাথায় রেখে আমরা উদ্ভাবন করি। বাড়ি মানেই তা ঘটনাবহুল, উৎসব, বাচ্চা, পোষ্য এবং প্রতিদিনের কর্মকান্ড দেওয়ালে ছাপ রেখে যায়। তাই ‘অ্যাপকোলাইট অল প্রটেক’ এবং এর ‘লোটাস এফেক্ট টেকনোলজি’ সহ আমরা এমন একটি সমাধান তৈরি করেছি, যা এই বাস্তবতার সঙ্গে খাপ খায়। এর দাগ প্রতিরোধ ক্ষমতা দেওয়ালে দাগ পড়তে দেয় না। এটি সহজ জীবনযাত্রার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, যেখানে দৈনদ্দিন দাগ থেকে ঘর সহজেই পরিষ্কার থাকে।”

এই নতুন টেকনোলজির উদ্বোধনকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে ‘এশিয়ান পেইন্টস’-এর একটি নতুন বিজ্ঞাপন, যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহলি উপস্থিত রয়েছেন তাঁর স্বভাবসুলভ আকর্ষণ ও উদ্যম নিয়ে। বিজ্ঞাপনটি এক মজার ও বাস্তবসম্মত পরিবেশে তৈরি করা হয়েছে, যেখানে কোহলির সুন্দর বাড়ির দেওয়াল বিপদের মুখে পড়ে এক দুষ্টু বাচ্চার জুস, মিল্কশেকসহ নানা দাগ ফেলার কাণ্ডে। প্রতিটি পরিস্থিতিতে ‘অ্যাপকোলাইট অল প্রটেক’ দাগ বসার আগেই তা সহজে সামলে নেয়, প্রমাণ করে তার দাগ প্রতিরোধের অসাধারণ ক্ষমতা।

এই নতুন বিজ্ঞাপনের মাধ্যমে ‘এশিয়ান পেইন্টস’ আবারও ‘প্রিমিয়াম ইন্টিরিয়র পেইন্ট’ বিভাগের মানদণ্ড একধাপ ওপরে নিয়ে গেল — দেখিয়ে দিল, রঙ ও ঘরসজ্জার জগতে তারা এই শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলছে।

ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহলিকে নিয়ে তৈরি নতুন বিজ্ঞাপনটি দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এশিয়ান পেইন্টস’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Asian Paints Apcolite All Protek Homedecor and interior tips Lotus Effect Technology Home Decoration painting

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy