E-Paper

প্রজন্মের পর প্রজন্ম ধরে বাথরুম ফিটিংসের জগতে গুণমান বজায় রেখেছে ‘এসকো’

‘এসকো’ এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের চাহিদা মেনে বাথরুম ফিটিংসের জন্য উন্নত মানের পসরা তুলে ধরেছে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৩
জ্যাকুয়ার গ্রুপের 'এসকো'

জ্যাকুয়ার গ্রুপের 'এসকো'

জ্যাকুয়ার গ্রুপের ‘এসকো’ এমন একটি ব্র্যান্ড, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে গুণমান এবং নির্ভরযোগ্যতার সমার্থক। অতীতে ভারতের স্নানঘরগুলি শুধুমাত্র তাদের উপযোগিতার নিরিখেই তৈরি হত। তার আরাম বা ডিজাইনে নজর দেওয়া হত না। তবে, দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতীয়রা একটি সুপরিকল্পিত এবং সজ্জিত স্নানঘরের তাৎপর্য উপলব্ধি করতে শুরু করে। মানসিকতার এই পরিবর্তনের ফলে উচ্চ মানের বাথরুমের জিনিসপত্রের চাহিদা তৈরি হয়েছিল, যা খুবই কার্যকর ও সুরুচিপূর্ণ ছিল।

‘এসকো’ এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের চাহিদা মেনে বাথরুম ফিটিংসের জন্য উন্নত মানের পসরা তুলে ধরেছে। এই ব্র্যান্ডটি নান্দনিকতার সঙ্গে কার্যকারিতার মিশেলে স্নানঘরের যে কোনও সমস্যা সমাধান এবং জীবনযাত্রার মানের পরিবর্তনকে রূপ দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যথাযথ গুণমান এবং বিশ্বস্ত পরিষেবার উপরে এই গুরুত্ব বাড়ির বিনিয়োগে দীর্ঘস্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা খোঁজা গ্রাহকদের মনের মতো করে তুলেছে এই ব্র্যান্ডকে।

উচ্চ মানের পণ্য সরবরাহ এবং সেগুলিকে সকলের কাছে সহজলভ্য করে তোলা 'এসকো'র প্রতিশ্রুতির অঙ্গ। এই প্রতিশ্রুতি তাদের গ্রাহকদের বিবিধ চাহিদা মেটাতে সক্ষম করেছে এবং ব্র্যান্ডটি বিস্তৃত পরিধি জুড়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

'এসকো'র এ ভাবে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার নেপথ্যে রয়েছে জ্যাকুয়ার গ্রুপের ঐতিহ্যের উত্তরাধিকার। এই ব্র্যান্ডের লক্ষ্য শুধু স্নানঘর সাজানোর সমাধানই নয়, বরং গ্রাহককে তার চেয়েও বেশি কিছু দেওয়া। দেশের প্রতিটি প্রান্তে থাকা বাড়িগুলিতে নির্ভরযোগ্যতা এবং নান্দনিকতার এক স্থায়ী অনুভূতি এনে দেয় ‘এসকো’। টায়ার-২, ৩, এবং ৪ শহরগুলির বাসিন্দাদের সঙ্গে এক দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলেছে এই ব্র্যান্ড। যা নিশ্চিত করে যে, প্রতিটি বাড়ি যেন জ্যাকুয়ার গ্রুপ এবং ‘এসকো’র গুণমানের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। প্রতিটি নতুন দোকান ‘এসকো’-এর জন্য এক নতুন দরজা খুলে দেয় তার বিভিন্ন স্নানঘরের ফিটিংস, স্যানিটারিওয়্যার, ওয়াটার হিটার এবং আনুষঙ্গিক প্রদর্শনের জন্য। দেশব্যাপী পরিবারের দৈনন্দিন জীবনে তা সংস্থার সত্যিকারের গুণমান এবং বিশ্বস্ত পরিষেবাকেই তুলে ধরে।

নতুন উদ্ভাবনের প্রতি ব্র্যান্ডের প্রতিশ্রুতি তাদের পণ্যগুলিতে এনেছে উন্নত প্রযুক্তি, যার হাত ধরে ‘এসকো’র প্রতিটি স্নানঘর সামগ্রী আধুনিক সুযোগ সুবিধা ও কার্যকারিতার নিরিখে এগিয়ে রয়েছে। তা সে উন্নত ওয়াটার হিটার হোক বা স্মার্ট এবং টেকসই স্যানিটারিওয়্যার বাজারে আনা, ‘এসকো’ এই শিল্পের অগ্রদূত হয়ে রয়েছে। গুণমান, নকশা এবং প্রযুক্তিগত উন্নয়নের নিরিখে ক্রমাগত নতুন মাত্রা যোগ করে চলেছে এই ব্র্যান্ড।

বর্তমানে, জ্যাকুয়ার গ্রুপের ‘এসকো’ এখন গ্রাহকদের কাছে স্নানঘর সজ্জার সমাধানের চেয়েও বেশি কিছু। প্রজন্মের পর প্রজন্মের কাছে এই ব্র্যান্ড গুণমানের মাপকাঠি, যা ধারাবাহিক ভাবে গ্রাহকের প্রত্যাশা ছাপিয়ে গিয়ে তাদের বিশ্বাস এবং আনুগত্য অর্জন করেছে। সমৃদ্ধ ইতিহাস, সামর্থ্যের মধ্যে থাকার প্রতিশ্রুতি এবং সত্যিকারের গুণমান এবং বিশ্বস্ত পরিষেবার উপর নির্ভর করে, ‘এসকো’ ভারতে স্নান শিল্পের ভবিষ্যৎ গড়ে চলেছে। ‘এসকো’-এর সঙ্গে গুণমানের চিরস্থায়িত্বকে উপভোগ করুন – যেখানে প্রতিটি পণ্যই আগামী প্রজন্মের জন্য শ্রেষ্ঠত্বের গল্প বলে।

উচ্চ মানের স্নানঘর সমাধানের প্রতি ‘এসকো’-এর প্রতিশ্রুতিকে যথার্থ রূপে উপলব্ধি করতে, এখানে ক্লিক করুন বা আপনার কাছাকাছি একটি ‘এসকো’ শো’রুমে যান। কিংবা ব্র্যান্ডের অফারগুলির জন্যে ডিলারদের সঙ্গে যোগাযোগ করুন৷

এই প্রতিবেদনটি ‘জ্যাকুয়ার গ্রুপ’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Essco bathroom fittings Jaquar Group

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy