E-Paper

সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন খাঁটি পণ্যের, ভেজালের বিরুদ্ধে ‘হার্বালাইফ ইন্ডিয়া’-র বিশেষ উদ্যোগ

‘হার্বালাইফ ইন্ডিয়া’ ভেজাল পণ্যের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে। যে উদ্যোগের সঙ্গে জুড়ে রয়েছে জনগণের স্বাস্থ্য এবং সুস্থতার নেপথ্যে থাকা খাঁটি পণ্যের গুরুত্ব তুলে ধরা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৭
‘হার্বালাইফ ইন্ডিয়া’

‘হার্বালাইফ ইন্ডিয়া’

বর্তমান সময়ে দাঁড়িয়ে সুস্থতা এবং পুষ্টি দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই প্রতিদিন যা খাওয়া হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে, তার পুষ্টিগুণ সম্পর্কে বিশ্বাস তৈরি হওয়া আগের যে কোনও সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ভেজাল স্বাস্থ্যপণ্যের বাড়-বাড়ন্ত সেই বিশ্বাসে ফাটল ধরাচ্ছে। এতে শুধু আসল ব্র্যান্ডগুলোর ক্ষতি হচ্ছে না, উপভোক্তাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি।

এই পরিস্থিতিতে, বিশ্বজুড়ে সুপরিচিত নিউট্রিশন এবং ওয়েলনেস সংস্থা ‘হার্বালাইফ ইন্ডিয়া’ ভেজাল পণ্যের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে। যে উদ্যোগের সঙ্গে জুড়ে রয়েছে জনগণের স্বাস্থ্য এবং সুস্থতার নেপথ্যে থাকা খাঁটি পণ্যের গুরুত্ব তুলে ধরা।

একটা বিষয় মনে রাখা দরকার যে, ভেজাল পুষ্টি সম্পূরকগুলি সাধারণত অনিয়ন্ত্রিত পরিবেশে তৈরি হয়। সেখানে নিরাপত্তা বা কার্যকারিতা নিশ্চিত করার মতো প্রয়োজনীয় পরীক্ষা কিংবা গুণমান নিয়ন্ত্রণের কোনও সুযোগ-সুবিধা থাকে না। বলা বাহুল্য, এই ধরনের পণ্যগুলি বাইরে থেকে দেখতে একেবারে খাঁটি পণ্যের মতোই। একই প্যাকেজিং, একই লেবেল। অথচ, এর ভেতরে লুকিয়ে থাকতে পারে যাচাইবিহীন বা ক্ষতিকর উপাদান।

‘হার্বালাইফ ইন্ডিয়া’-র সাম্প্রতিক এই সচেতনতা অভিযান ক্রেতা এবং উপভোক্তাদের ঠিক এই বিপদগুলির কথাই জানাতে চাইছে। যারা স্পষ্টভাবে বলছে, ভেজাল পণ্য মানে শুধু টাকার অপচয় নয়, নিজের সামগ্রিক সুস্থতার ক্ষেত্রেও বড়সড় ঝুঁকি নেওয়া।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

‘হার্বালাইফ ইন্ডিয়া’ বরাবরই খাঁটি পণ্য তৈরিতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বব্যাপী স্বীকৃত ‘Seed to Feed’ দর্শনে বিশ্বাসী এই সংস্থা। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য তৈরির প্রতিটি ধাপে কড়া হাতে গুণমান নিয়ন্ত্রণ করে তারা। বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন আর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হার্বালাইফ নিশ্চিত করে যাতে উপভোক্তাদের হাতে আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি হওয়া উচ্চমানের পুষ্টিপণ্য পৌঁছে যায়।

এই উদ্যোগের অংশ হিসেবে ‘হার্বালাইফ ইন্ডিয়া’ গ্রাহক এবং উপভোক্তাদের সচেতনতার সঙ্গে সিদ্ধান্ত নিতে সাহায্য করতেও পদক্ষেপ করছে। সংস্থাটি আবারও জানাচ্ছে, তাদের পণ্য ভারত-সহ বিশ্বের ৯০টিরও বেশি দেশে শুধুমাত্র প্রশিক্ষিত স্বাধীন ‘হার্বালাইফ’ অ্যাসোসিয়েটদের মাধ্যমেই বিক্রি করা হয়। এই অ্যাসোসিয়েটরা পণ্যের সঠিক ব্যবহারবিধি এবং আসল পণ্য সম্পর্কে গ্রাহক এবং উপভোক্তাদের সচেতন করেন।

‘হার্বালাইফ’ কোনও ই-কমার্স প্ল্যাটফর্ম বা অনুমোদিত বিক্রেতার মাধ্যমে পণ্য বিক্রি করে না। তাই শুধু স্বাধীন হার্বালাইফ অ্যাসোসিয়েটদের কাছ থেকেই পণ্য কিনে এবং তার সত্যতা যাচাই করে, উপভোক্তারাই নিজেদের স্বাস্থ্যের সুরক্ষায় সক্রিয় ভূমিকা নিতে পারেন।

এই সচেতনতা উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের প্রতিটি প্রান্তে দায়িত্ববোধের একটি সংস্কৃতি গড়ে তোলা। এই সময়ে দাঁড়িয়ে ভেজাল একটি সামাজিক সমস্যা হয়ে উঠেছে। যে সমস্যার সমাধানে উপভোক্তা, ব্র্যান্ড এবং কর্তৃপক্ষ, সবার একসঙ্গে লড়াই করা প্রয়োজন। হার্বালাইফের এই সক্রিয় অবস্থান দেখিয়ে দেয়, স্বাস্থ্য এবং সুস্থতার পরিসরে প্রতারণার বিরুদ্ধে লড়াইয়ের সচেতনতা আর সহযোগিতাই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র।

যে সময়ে স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ, সে সময়ে ‘হার্বালাইফ ইন্ডিয়া’ মনে করিয়ে দেয় আসল এবং খাঁটি পণ্যের সঙ্গে কোনওভাবেই আপস করা যায় না। আর সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে তারা। সঠিক শিক্ষা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির মাধ্যমে হার্বালাইফ গ্রাহকদের সুরক্ষায় নতুন মানদণ্ড তৈরি করে চলেছে। যার ফলে প্রতিটি ‘হার্বালাইফ’ পণ্য নির্দিষ্ট গুণমান, নিরাপত্তা এবং সততার প্রতীক হয়ে পৌঁছে যাচ্ছে গ্রাহকদের ঘরে ঘরে।

‘হার্বালাইফ’ (এনওয়াইএসই:এইচএলএফ) একটি শীর্ষস্থানীয় হেল্থ এবং ওয়েলনেস সংস্থা, কমিউনিটি এবং প্ল্যাটফর্ম। ১৯৮০ সাল থেকে তারা বিজ্ঞানসম্মত পুষ্টিপণ্য এবং স্বাধীন ডিস্ট্রিবিউটরদের জন্য একটি ব্যবসায়িক সুযোগের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

সংস্থাটি বিশ্বের ৯০টিরও বেশি জায়গায় তাদের পণ্য পৌঁছে দেয়। উদ্যোক্তা এবং ডিস্ট্রিবিউটরদের মাধ্যমেই এই ব্যবসা চলে। এই ডিস্ট্রিবিউটররা সঠিক প্রশিক্ষণ এবং সহায়ক কমিউনিটির সাহায্যে মানুষকে আরও সুস্থ, সক্রিয় এবং উন্নত জীবনযাপনে অনুপ্রাণিত করেন। যাতে তারা সুস্থতার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজ়িট করুন:

https://www.herbalife.com/en-in/about-herbalife/press-room/press-releases/herbalife-india-initiative-against-counterfeit-products

এই প্রতিবেদনটি ‘হার্বালাইফ ইন্ডিয়া’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Nutrition and wellness Pure products Healthy Lifestyle

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy