E-Paper

অক্ষয় তৃতীয়ায় শুভলগ্নে সুখ ও সমৃদ্ধির স্বর্ণালী ছোঁয়ায় সেজে উঠুক আপনার জীবন

প্রতি বছরের মতো এ বারও ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ শুভ অক্ষয় তৃতীয়া উদ্‌যাপন করছে। এই সময় সমস্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। সোনা ও হিরের নতুনত্ব এবং অভিনব সম্ভার থেকে নিজেদের পছন্দসই গয়না কিনে এই উৎসব উদ্‌যাপনেরও সুযোগ পাবেন।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৮:১২
চিত্র: সংগৃহীত

চিত্র: সংগৃহীত

পৌরাণিক মতে, হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে গণ্য করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয়। শাস্ত্র মতে, এই অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি। অক্ষয় তৃতীয়া অফুরন্ত সুখ ও সমৃদ্ধির তৃতীয় দিন।

মহাভারত অনুযায়ী, এই দিনে পাণ্ডবেরা যখন বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দেন। এই অক্ষয় পাত্র কখনও খালি হত না। তা সব সময়েই খাবারে পব়িপূর্ণ হয়ে যেত। এই দিনেই পুষ্টি ও অন্নের দেবী ‘মা অন্নপূর্ণা’ জন্মগ্রহণ করেছিলেন। কুবেরকে সম্পদের দেবতা হিসেবেও এই দিনে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

আবার এই দিনেই পবিত্র গঙ্গা নদী পৃথিবীতে নেমে এসেছিল। পুরাণ মত অনুসারে, এই দিনেই মুনি বেদব্যাস গণেশকে মহাভারত বলতে শুরু করেন, আর তা শুনে গণেশ মহাভারত মহাকাব্য লিখতে শুরু করেন। এই সব কিছুই খুবই তাৎপর্যপূর্ণ। সেই অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই দিনটি অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর পুজোরও বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এই দিনে সোনা, রূপা বা কোনও মূল্যবান গয়না কেনাও শুভ বলেই ধরা হয়।

প্রতি বছরের মতো এ বারও ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ শুভ অক্ষয় তৃতীয়া উদ্‌যাপন করছে। এই সময় সমস্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। সোনা ও হিরের নতুনত্ব এবং অভিনব সম্ভার থেকে নিজেদের পছন্দসই গয়না কিনে এই উৎসব উদ্‌যাপনেরও সুযোগ পাবেন।

‘শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স’ শুভ অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে গ্রাহকদের জন্যে যে সব অফার এনেছে, তা এক ঝলকে দেখে নিন:

১. প্রতিটি কেনাকেটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার।

২. সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৪১০ টাকা ছাড়।

৩. হিরের গয়নার মজুরিতে থাকছে ১০০ শতাংশ ছাড়।

৪. ‘মেগা ড্র’ হিসেবে থাকছে ৩টি স্কুটি জেতার সুযোগ।

সব মিলিয়ে অক্ষয় তৃতীয়ায় গ্রাহকদের জন্য অনেক আকর্ষণীয় উপহারের ডালি সাজিয়ে রাখছে ‘শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স’। এ ছাড়াও ‘সোনায় সোহাগা’ (সোনা ও হিরের গয়না কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট স্কিম) এবং পুরনো সোনার গয়না দিয়ে নতুন গয়না কেনার সুযোগও থাকছে।

শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে, ‘শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স’-এর ‘প্রেস প্রিভিউ’তে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সংস্থার ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা। তাঁরা এই বছরের অক্ষয় তৃতীয়ার সোনার ও হিরের সম্ভার উন্মোচন করেন।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, “শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সবসময় আমার নিজস্ব স্টোর। আমার এবং আমার মায়ের অধিকাংশ জুয়েলারি এখান থেকেই নেওয়া। আমার মায়ের ট্র্যাডিশনাল জুয়েলারি সঙ্গে ‘শক্তিরূপেনী কালেকশন’ খুব পছন্দ ছিল। আর আমার সব সময়ের পছন্দের হল শ্যাম সুন্দরের নিজের তৈরি এক্সক্লুসিভ ‘আদি-কৃতি’, ‘বিষ্ণুপুর’ এবং ‘সমুদ্র কালেকশন’ তো আছেই” ।

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের সমস্ত গ্রাহক বন্ধুদের শুভ নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা জানান জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সেই সঙ্গে এই উৎসবকে আরও উজ্জ্বল ও আনন্দময় করারও কামনা করেন তিনি।

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর কর্ণধার রূপক সাহার কথায়, “আমরা সবাই জানি, সোনা খুবই শুভ। তাই এমন শুভ দিনে সোনা কিনে তার উজ্জ্বল ছটায় আমাদের জীবন, পরিবার পব়িপূর্ণ করতে সকলেই চাই। এতে পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে।”

প্রতিষ্ঠানের অন্য এক কর্ণধার অর্পিতা সাহা বলেন, “এ বছর অক্ষয় তৃতীয়ায় হিরে ও সোনার নতুন নতুন কালেকশনে আমাদের শোরুম ঝলমল করছে। এ ছাড়া, প্রতি বছরের মতো প্রচুর উপহার ও অফারও থাকছে।”

‘শুভ অক্ষয় তৃতীয়া’ অফারটি চলবে ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) এবং ২২ এপ্রিল থেকে ৩ মে ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব ক’টি শোরুমেই। সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহণ করা হবে। এ ছাড়া এই সময় সব শোরুমই পূর্ণ দিবস খোলা থাকবে।

দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনও উজ্জ্বল হয়ে উঠুক। সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ —এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Subho Akshaya Tritiya jwellery gold Diamond

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy