E-Paper

অস্ত্রোপচারের ক্ষেত্রে রোবোটিক সার্জারি কতটা গুরুত্বপূর্ণ? জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

‘কি হোল সার্জারি’ দু’প্রকারের হয়, ল্যাপারোস্কোপিক এবং রোবোটিক। ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের ব্যাপারে অনেকেই জানেন, কিন্তু রোবোটিক অস্ত্রোপচারের ব্যাপারে অনেকের ধারণাই এখনও স্পষ্ট নয়।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৪:২৬
রোবোটিক সার্জারি হল একটি ইলেক্ট্রো-মেকানিকাল ডিভাইস

রোবোটিক সার্জারি হল একটি ইলেক্ট্রো-মেকানিকাল ডিভাইস

চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে এখন বেশিরভাগ অস্ত্রোপচারই খুব অল্প কেটে করা হয়, একে ‘কি হোল সার্জারি’ বলা হয়। এই ‘কি হোল সার্জারি’ দু’প্রকারের হয়, ল্যাপারোস্কোপিক এবং রোবোটিক। ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের ব্যাপারে অনেকেই জানেন, কিন্তু রোবোটিক অস্ত্রোপচারের ব্যাপারে অনেকের ধারণাই এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি আনন্দবাজার ডট কম-এর সঙ্গে সাক্ষাৎকারে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের গাইনোকোলজি, গাইনি-অনকোলজি এবং রোবোটিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট, চিকিৎসক সুব্রত দেবনাথ জানিয়েছেন, “রোবোটিক সার্জারি হল একটি ইলেক্ট্রো-মেকানিকাল ডিভাইস, যেটি শল্য চিকিৎসক এবং রোগীর মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে। রোবোটিক সার্জারির সঙ্গে ল্যাপারোস্কোপিক সার্জারির সাদৃশ্য হল দুটোই ‘কি হোল সার্জারি’, কম সময়ে হাসপাতালে থাকতে হয় এবং কম রক্তপাত হয়।”

বিশদে জানতে নীচের ভিডিয়োটি দেখুন:

রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সুব্রত দেবনাথ

তা হলে ল্যাপারোস্কোপিক ছেড়ে রোবোটিক সার্জারি আপনি কেন করবেন? এই ধরণের অস্ত্রোপচারের সুবিধাই বা কী?

রোবটে ‘থ্রি-ডি’ ম্যাগনিফিকেশন করে দেখতে পাওয়া যায়। গাইনোকোলজিক্যাল অস্ত্রোপচারের ক্ষেত্রে এই রোবোটিক সার্জারির বিশেষ সুবিধা পাওয়া যায়। শরীরের যে সকল অঙ্গগুলির গঠন জটিল সেখানে যদি রোবোটিক সার্জারি করা যায় তাহলে সেটি অনেকটাই সুবিধাজনক হবে।

রোবোটিক অস্ত্রোপচারের ক্ষেত্রে যে স্থানে অপারেশন হচ্ছে সেই জায়গা বড় করে দেখা যায় বলে সেই স্থানের গঠনও ভাল করে শনাক্ত করা যায়, যার ফলে জখম হওয়ার সম্ভাবনাও কমে যায়। রক্তপাতও কমে যায় এবং রোগী ব্যথাও পায় না।

কিন্তু রোবোটিক সার্জারিতে কী রোবটই অস্ত্রোপচার করে?

চিকিৎসক দেবনাথের কথায়, “রোবোটিক সার্জারিতে রোবট অপারেশন করে না। সার্জন অপারেশন করে সেখানে রোবট শুধুমাত্র একটি যন্ত্র, যা শল্য চিকিৎসক এবং রোগীর মধ্যে যোগাযোগ স্থাপন করে।”

যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন:

জরুরি নম্বর: ১০৬৬

হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২

ই-মেইল আইডি: infokolkata@apollohospitals.com

এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

Apollo Hospitals Laparoscopy Electro-mechanical device

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy