পূর্ব ভারতে হসপিটালিটি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ‘এনআইপিএস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’, ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল’ (NAAC) কর্তৃক স্বীকৃতি অর্জনের মাধ্যমে তাদের মুকুটে একটি পালক যোগ হল।
উদ্ভাবন, বিশ্বমানের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠা ‘এনআইপিএস’ বিশ্ব মঞ্চে প্রথম সারির প্রতিষ্ঠানরূপে নিজেদের স্থান সুনিশ্চিত করেছে। বিশ্বের শীর্ষ ১০০টি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মধ্যে স্থান পাওয়া এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের তৈরি করে পেশাদার রূপে, যারা শুধু হোটেলেই কাজ করেন না, তারা হোটেলগুলি পরিচালনা করেন এবং সেগুলিকে রূপান্তরিত করেন আন্তর্জাতিক ব্র্যান্ডে।
‘এনআইপিএস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’-এর প্রতিষ্ঠাতা বিবেক পাঠক
‘এনআইপিএস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট’-এর প্রতিষ্ঠাতা বিবেক পাঠক জানিয়েছেন, “গত তিন দশক ধরে, আমরা আতিথেয়তা ক্ষেত্রে শিক্ষার সর্বোচ্চ মান বজায় রেখেছি। ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল’ (NAAC) স্বীকৃতি আমাদের শিক্ষকমণ্ডলী, কর্মী এবং ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতির সার্থক প্রমাণ।’’
এটি পূর্ব ভারতের একমাত্র হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান যা ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ শেফস সোসাইটিজ়’ কর্তৃক স্বীকৃত হয়েছে। এই বিরল সম্মান ‘এনআইপিএস’কে একটি স্বতন্ত্র অবস্থানে পৌঁছে দিয়েছে। এশিয়ার সেরা ব্র্যান্ড হিসেবে এই প্রতিষ্ঠানের স্বীকৃতি, সিএমও এশিয়া কর্তৃক ‘বেস্ট ইনস্টিটিউট অফ দ্য ইয়ার’ পুরস্কার এবং অ্যাসোচেম প্রদত্ত ‘বেস্ট ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট অ্যাওয়ার্ড’, এগুলি শুধুই পুরস্কার নয় বরং শিক্ষার্থীদের সাফল্য সুনিশ্চিত করতে এই প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রমাণও। থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০১৯-২০২২ সালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট অ্যাওয়ার্ড’-এর জন্য এই প্রতিষ্ঠানকে ‘ব্ল্যাক সোয়ান অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
এই প্রতিষ্ঠানকে আলাদা করে তোলে তার প্রাক্তন শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য, যেমন - ‘নভোটেল হোটেলস’-এর এক্সিকিউটিভ শেফ বিক্রম জয়সওয়াল, ‘জেডব্লিউ ম্যারিয়ট’-এর ট্রেনিং ও কোয়ালিটি ডিরেক্টর বরুণ গাঙ্গুলি এবং ‘পিভিআর আইনক্স লিমিটেড’-এর রিজিওনাল ডিরেক্টর অমিতাভ গুহ ঠাকুরতা। স্টার হোটেল থেকে কর্পোরেট প্রতিষ্ঠান, দুবাই থেকে টোকিও হয়ে নিউ ইয়র্ক—এই প্রতিষ্ঠানের স্নাতকরা ছড়িয়ে আছেন সর্বত্র, নিজের স্বপ্নকে বাস্তব করে তুলছেন এবং ভারতীয় আতিথেয়তার গৌরব বিশ্বমঞ্চে তুলে ধরছেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং নিউজ়িল্যান্ডের মতো দেশের সঙ্গে ‘এনআইপিএস’-এর দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্ব ও ইন্টার্নশিপ চুক্তিগুলি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিশ্বমানের অভিজ্ঞতা অর্জনের এক অনন্য সুযোগ প্রদান করে। এখানে ডিপ্লোমা (Diploma) থেকে শুরু করে ডিগ্রি (Degree) ও মাস্টার্স পর্যায় (Masters Programs) পর্যন্ত কোর্স চালু রয়েছে, যা হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management), রন্ধন শিল্প (Culinary Arts), ট্যুরিজম (Tourism), এভিয়েশন (Aviation), রিটেল এবং হেলথকেয়ারের (Retail & Healthcare) মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে।
অভিভাবকদের যদি তাদের সন্তানের জন্য গৌরবময় ভবিষ্যৎ, সেরা সংস্থায়ে প্লেসমেন্ট এবং সাফল্যের পথ নিশ্চিত করতে হয়, তবে ‘এনআইপিএস’কে চোখ বন্ধ করে ভরসা করা যায়। আজকের দক্ষতাভিত্তিক, অভিজ্ঞতা-নির্ভর এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিশ্বে, হসপিটালিটি ম্যানেজমেন্ট হয়ে উঠেছে অন্যতম দ্রুত বিকাশমান এবং সম্ভাবনাময় কর্মজীবন শুরুর একটি নির্ভরযোগ্য পথ।
বিশদে জানতে ভিজ়িট করুন: nipsgroup.in / nipstourism.com
অথবা ফোন করুন এই নম্বরে ৯৬৭৪১১১১৭৭
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘এনআইপিএস’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।