‘ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং’ এমন একটি গুরুত্বপূর্ণ শাখা যেটা ছাড়া আধুনিক পৃথিবী ভাবা যায় না। এটি পদার্থবিদ্যা এবং গণিতের মূলনীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঘরের সাধারণ যন্ত্রপাতি থেকে শুরু করে আধুনিক রোবট, নবায়নযোগ্য শক্তি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, একবিংশ শতাব্দীতে ‘ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং’-এর গুরুত্ব অপরিসীম।
‘ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং’-এর কোর্স ওহমের সূত্র, কির্চহফের সূত্র, ইলেক্ট্রোম্যাগনেটিজ়ম ও সার্কিট তত্ত্বের মতো মৌলিক ধারণার ওপর নির্ভর করে। এগুলির সম্পর্কে ভাল জ্ঞান থাকলে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়াররা কার্যকরী, টেকসই এবং শক্তি সাশ্রয়ী সিস্টেম তৈরি করতে পারে।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ‘ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং’-এর ধরনও বদলে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা এমন উন্নত সিস্টেম তৈরি করছেন, যা বিদ্যুৎ খরচ কমাতে পারে এবং বিদ্যুৎ ব্যবস্থাকে আরও দক্ষ করতে পারে।
‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’, অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ‘ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং’-এ শিক্ষার্থীদের বিভিন্ন আধুনিক কোর্সের মাধ্যমে ভবিষ্যত উপযোগী করে তুলছে। এই প্রতিষ্ঠানে ‘ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং’-এর বিভাগটি শুরু হয়েছে ২০১৮ সালে, যেখানে প্রতি বছর ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারে। এই বিভাগটি ‘এআইসিটিই’ অনুমোদিত এবং ‘এনএএসি’ স্বীকৃত। শিক্ষার্থীদের জন্য নিয়মিত ইন্ডাস্ট্রিয়াল ভ্রমণ, সেমিনার, কর্মশালা, ওয়েবিনার এবং শর্ট টার্ম কোর্সের আয়োজন করা হয়। এছাড়াও নিয়মিত নিউজ়লেটার প্রকাশ করা হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘হ্যাকাথন’, ‘টেক ফেস্ট’, বিভিন্ন প্রতিযোগিতা, জাতীয় বিজ্ঞান দিবসের মতো নানা কর্মসূচিতে অংশ নেয় এবং সাফল্য অর্জন করে। এই শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে মৌ চুক্তিও সাক্ষর করেছে।
এই বিভাগে ১৩টি আধুনিক ল্যাব রয়েছে, যেখানে ‘এমএটিএলএবি’, ‘পিএসপিআইসিই’, ‘এসসিআইএলএবি’, ‘এনজিএসপিআইসিই’ এর মতো সফটওয়্যার ব্যবহার করা হয়।
‘ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এ শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ার গড়ার অসংখ্য সুযোগ।
প্রচলিত কর্মক্ষেত্রগুলি হল:
বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ
ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি
কন্ট্রোল সিস্টেম ও অটোমেশন
টেলিকমিউনিকেশন
নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্র
আধুনিক ক্ষেত্র:
ইলেকট্রিক যানবাহন ও ব্যাটারি প্রযুক্তি
ইন্টারনেট অফ থিংস
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং
স্মার্ট গ্রিড ও স্মার্ট অবকাঠামো
রোবোটিক্স ও মেকাট্রনিক্স
থিয়োরি ও বাস্তব প্রয়োগের সমন্বয়ে, ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ শুধু আজকের সমস্যার সমাধানই করে না, বরং প্রযুক্তিগতভাবে আরও উন্নত ভবিষ্যতের পথও তৈরি করে।
বিশদে জানতে ভিজ়িট করুন:
https://omdayal.com/department/electrical-engineering/
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘ওমদয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস্’-এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।