২৭ এপ্রিল ২০২৪
Astrology

জন্মকালীন নক্ষত্রে চন্দ্রের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনায় শ্রী মণি ভাস্কর

চন্দ্র এবং নক্ষত্র বিষয়ক জ্যোতিষচর্চার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূত্র আজ আপনাদের জানাবো।

 জন্মনক্ষত্র, শুভ বা অশুভ হলে ব্যক্তির জীবনে তার প্রভাব পড়েই।
এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১১:২৩
Share: Save:

যে কোনও ব্যক্তির জন্মছক বিশ্লেষণ করলে দেখা যাবে, জন্মকালীন সময়ে যে নক্ষত্রে চন্দ্র বসে থাকে, সেই নক্ষত্রেই মানুষের জন্ম হয়। এই চন্দ্র নিয়েই বিগত কয়েকটি পর্ব জুড়ে ধারাবাহিক আলোচনা করছি। আপনাদের জানিয়েছি, জন্মছকে চন্দ্র শুভ এবং শক্তিশালী হলে সেই ব্যক্তি......

১) যত্নবান হন

২) অনুপ্রাণিত করার শক্তি রাখেন

৩) মানসিক বিষয়ে পরিণত

৪) মানসিক দৃঢ়তা যুক্ত

৫) নিজের কাজের প্রতি যত্নবান এবং প্রতিশ্রুতিবদ্ধ হন (এক্ষেত্রে জন্মছকে মঙ্গলকেও দেখতে হয়)

৬) দায়িত্বশীল

৭) কোনও কু-বাক্য প্রয়োগ ব্যতিরেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদে, নিশ্চিন্ত-আরামে থাকতে পারেন

৮) নিজের জীবনসঙ্গীর সঙ্গে সর্বোত্তম বোঝাপড়া, দুর্দান্ত তালমেল রাখেন

৯) নিজের প্রয়োজন অনুসারে নিজেকে পরিবর্তন করার বা মানিয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা রাখেন

১০) দারুণ স্মৃতিশক্তি যুক্ত হন

১১) সহমর্মিতা যুক্ত হন

১২) ধৈর্যশীলতা থাকে

১৩) মনে পূর্বের কোনও দুঃখ ধরে রাখেন না

১৪) নিজের পরিবারে বা কাজের জায়গায় অত্যন্ত কৌশলযুক্ত কথার মাধ্যমে পরিস্থিতি আয়ত্তে বা নিয়ন্ত্রণে রাখেন

১৫) কোমল ব্যবহার যুক্ত হন কিন্তু খুব সতর্ক থাকেন যাতে কেউ কোনরূপ ক্ষতি করতে না পারে

আবার জন্মছকে চন্দ্র দুর্বল বা পীড়িত হলে....

১) মানসিক অস্থিরতা

২) মেজাজ পরিবর্তন

৩) উদ্বেগ, ভয়, অস্থিরতা

৪) মানসিক চাপ

৫) দুশ্চিন্তা

৬) উদ্বিগ্ন হলেই ঘাম হওয়া

৭) অস্থিরতা

৮) টেনশনের সময় গরম অনুভূত হওয়া

৯) উদ্বেগ-অস্থিরতার সময় পেশিতে টান পড়া

১০) অস্বস্তি বোধ

১১) শ্বাসকষ্ট

১২) হাতের তালু, আঙুল কাঁপতে থাকা

১৩) অনেক সময় রাতে ঘুমাতে না পারা

১৪) গুরুত্বপূর্ণ কাজ করার সময় বা সঞ্চালনের সময় উদ্বেগ

১৫) অস্বস্তিকর অবস্থা

১৬) মানসিক চাপের সময় শ্বাসকষ্ট

১৭) অলসতা, তন্দ্রাভাব

১৮) একান্ত নিজস্ব, গভীরতম চাহিদা পূরণ না হওয়া

১৯) অনেক সময় শব্দহীন উচ্ছ্বাস দেখানো (লোক দেখানো)

২০) নিঃশব্দ দুঃখ

২১) সম্মান হানি (এক্ষেত্রে জন্মছকে রবিকেও দেখতে হয়)

২২) আকস্মিক বাধা

২৩) এক-দুদিনের জন্য আনন্দে থাকা, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়

২৪) বারংবার দুঃখ পাওয়া

২৫) প্রতিবেশীর দ্বারা উৎপাত-অশান্তি

২৬) কী বললে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকবে.... না জানা

২৭) একাধিক ব্যবসায় টাকা লাগিয়ে নষ্ট করা

২৮) কোনও না কোনও ভাবে কাউকে টাকা দিয়ে প্রতারিত হওয়া

২৯) বড় টাকা কোনও জায়গায় আটকে যাওয়া

৩০) সন্দেহ বাতিক......

এই লক্ষণগুলি দেখা যায়। চন্দ্রের বিভিন্ন পর্যায় অনুসারে কিভাবে তিথি পরিবর্তিত হয়, সে বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। ৩০টি তিথি ( শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে চতুর্দশী পর্যন্ত ১৪×২= ২৮টি এবং অমাবস্যা, পূর্ণিমা), তাদের তত্ত্ব (ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোম), প্রতিটি তিথির অধিপতি দেবতা এবং ২৭টি নক্ষত্রের অধিপতি দেবতা নিয়েও আলোচনা করেছি। চন্দ্র এবং নক্ষত্র বিষয়ক জ্যোতিষচর্চার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূত্র আজ আপনাদের জানাবো।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জন্মছকের দ্বিতীয়, চতুর্থ এবং নবম ঘরে চন্দ্র একা কোনও শুভ নক্ষত্রে অবস্থান করলে সেই জাতক/জাতিকার জীবনে চন্দ্রের শুভ প্রভাব লক্ষ করা যায়। আবার জন্মকালীন যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করে, সেই নক্ষত্রই হল কোনও ব্যক্তির জন্মনক্ষত্র। এই জন্মনক্ষত্র, শুভ বা অশুভ হলে ব্যক্তির জীবনে তার প্রভাব তো পড়েই, পাশাপাশি জন্মনক্ষত্র সাপেক্ষে বাকি ২৬টি নক্ষত্র সেই জাতক বা জাতিকার জীবনে কিরূপ প্রভাব ফেলতে পারে তাও জানা যায়.....

১. জন্ম ➡️ ১ম ১০ম ১৯তম নক্ষত্র

২. সম্পদ ➡️ ২য় ১১তম ২০তম নক্ষত্র

৩. বিপদ ➡️ ৩য় ১২তম ২১তম নক্ষত্র

৪. ক্ষেম(নিরাময়) ➡️ ৪র্থ ১৩তম ২২তম

৫. প্রত্যারী(বাধা) ➡️ ৫ম ১৪তম ২৩তম

৬. সাধক(অর্জন/কৃতিত্ব) ➡️৬ষ্ঠ ১৫তম ২৪তম

৭. বধ(বড় বিপদ) ➡️ ৭ম ১৬তম ২৫তম

৮. মিত্র ➡️ ৮ম ১৭তম ২৬তম

৯. অতি মিত্র ➡️ ৯ম ১৮তম ২৭তম

এভাবেই জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে, তার সাপেক্ষে জাতক বা জাতিকা তাদের জীবনে সাহায্যকারী নক্ষত্রগুলির সন্ধান পেতে পারেন। যেমন আপনারাও প্রয়োজনে প্রত্যেকদিনের শুভাশুভ গণনা শিখে, দুর্ভাগ্য হ্রাস করে সৌভাগ্যকে আকর্ষণ করতে পারেন ASTRAL DAILY PLANNING COURSE-এর মাধ্যমে। পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে আপনি এই অনলাইন কোর্স (মোবাইল-মোবাইল) শিখতে পারেন। Daily planning অর্থাৎ, দিনের কোন সময়ে জরুরি মিটিং করবেন, কখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, কখন সংযত আচরণ করলে ঝামেলা-ঝঞ্ঝাট এড়াতে পারবেন... আপনি নিজেই এই গণনা শিখতে পারবেন।

ASTRAL DAILY PLANNING COURSE এবং বাস্তু বিষয়ক পরামর্শ পেতে WhatsApp - 86173 72545 / 98306 83986 (Payable & Non-Refundable).

ডিসক্লেইমার: এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত। প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বক্তব্য / মন্তব্য একান্তই বিজ্ঞাপনদাতার নিজস্ব। এর সঙ্গে আনন্দবাজার অনলাইনের সম্পাদকীয় দফতরের কোনও সম্পর্ক নেই। সংশ্লিষ্ট বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Vastu Horoscope Tithi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE