E-Paper

শুধুই ডিগ্রি নয়, চাকরিক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করছে জয়পুরের এই শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান

আধুনিক শিক্ষা, অভিজ্ঞ প্রশিক্ষক, এবং বাস্তবমুখী প্রশিক্ষণের সমন্বয়ে ‘ইউইইএম, জয়পুর’ শিক্ষার্থীদের করে তুলছে কর্পোরেট জগতের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৮:০৬
‘ইউইইএম জয়পুর’

‘ইউইইএম জয়পুর’

চাকরির বাজারে প্রবল প্রতিযোগিতার মধ্যে একটি নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ করছেন? যেখানে শিক্ষার সঙ্গে সঙ্গে কর্পোরেট দুনিয়ায় পা রাখার প্রস্তুতিও নিশ্চিত হয়? তা হলে শিক্ষার্থীদের জন্য সেরা ঠিকানা হতে পারে ‘ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট’, জয়পুর। শিক্ষার্থীদের ভবিষ্যত সফল কেরিয়ারকে সুনিশ্চিত করতে বর্তমান চাহিদার সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে চলেছে ‘ইউইইএম, জয়পুর’। আধুনিক শিক্ষা, অভিজ্ঞ প্রশিক্ষক, এবং বাস্তবমুখী প্রশিক্ষণের সমন্বয়ে ‘ইউইইএম, জয়পুর’ শিক্ষার্থীদের করে তুলছে কর্পোরেট জগতের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

চাকরির দুনিয়ায় ‘ইউইইএম জয়পুর’ কী ভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলির তুলনায় আলাদা মানদণ্ড স্থাপন করেছে?

শিল্পজগতের সঙ্গে প্রভাবশালী পার্টনারশিপ:

‘ইউইইএম, জয়পুর’ দেশের নানা স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে গড়ে তুলেছে দৃঢ় পার্টনারশিপ, যার ফলে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে বহুমুখী চাকরির সুযোগ।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের উপর বিশেষ জোর:

শুধু পুঁথিগত জ্ঞান নয়, এখানে ব্যবহারিক শিক্ষা ও জীবনোপযোগী দক্ষতা অর্জনের উপর সমান গুরুত্ব দেওয়া হয়। আধুনিক পাঠ্যক্রম, ল্যাব, প্রকল্পভিত্তিক দক্ষতা এবং শিল্পের এক্সপোজ়ারের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া শিখতে পারে।

অসামান্য প্লেসমেন্ট রেকর্ড:

প্রতিবছর শত শত শিক্ষার্থী দেশের এবং বিশ্বের নামী সংস্থায় চাকরির সুযোগ পাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট রেকর্ড ক্রমাগত উন্নত হচ্ছে, যা ‘ইউইইএম’কে চাকরিমুখী শিক্ষার নির্ভরযোগ্য গন্তব্যে পরিণত করেছে।

সুনির্দিষ্ট প্লেসমেন্ট সেল:

বিশ্ববিদ্যালয়ের একনিষ্ঠ এবং দক্ষ প্লেসমেন্ট সেল শিক্ষা এবং শিল্পের মধ্যে গড়ে তোলে কার্যকর সেতুবন্ধন। এখান থেকে শিক্ষার্থীরা শিখতে পারে—

  • আধুনিক জীবনবৃত্তান্ত তৈরির প্রশিক্ষণ
  • সাক্ষাৎকারে সফলতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় নানা ধরনের ওয়ার্কশপ
  • ‘ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ’ এবং ‘জব ফেয়ার’ আয়োজন
  • কেরিয়ার কাউন্সেলিং এবং পেশাগত দিকনির্দেশনা

এই সকল ব্যবস্থার মাধ্যমে ‘ইউইইএম, জয়পুর’ শিক্ষার্থীদের ভবিষ্যতের কেরিয়ারের জন্য তৈরি করে তোলে আত্মবিশ্বাসের সঙ্গে।

‘ইউইইএম, জয়পুর’-এ প্লেসমেন্ট প্রদানকারী শীর্ষ সংস্থাগুলি হল: ‘টিসিএস’, ‘উইপ্রো’, ‘ইনফোসিস্’, ‘ক্যাপজেমিনি’, ‘কগনিজেন্ট’, ‘টেক মাহিন্দ্রা’, ‘অ্যামাজন’, ‘আইবিএম’, ‘ডেলয়েট’ এবং আরও বহু নামীদামি সংস্থা।

শিক্ষার্থীদের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণ রয়েছে:

একাদেমিক মান: আধুনিক ও উন্নতমানের পাঠ্যক্রম এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থার জন্য এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুপরিচিত।

অভিজ্ঞ শিক্ষকমন্ডলী: ‘ইউইএম জয়পুর’-এ রয়েছে প্রতিটি বিষয়ের উপর দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।

আধুনিক পরিকাঠামো: শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাব এবং সমৃদ্ধ গ্রন্থাগারও।

গবেষণাভিত্তিক বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ: শিক্ষার্থী এবং শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের প্রতি এখানে বিশেষ উৎসাহ দেওয়া হয়।

শুধু ভাল ডিগ্রিই নয়, একটি সফল কেরিয়ারের পথ দেখাতে যে সব প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা নেয়, ‘ইউইইএম, জয়পুর’ নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। উচ্চমানের শিক্ষা, দৃষ্টান্তমূলক প্লেসমেন্ট রেকর্ড এবং শিক্ষার্থীকেন্দ্রিক সহায়তা নীতির ফলে এটি হয়ে উঠেছে বহু শিক্ষার্থীর ভবিষ্যতের সেরা ভরসা।

বিশদে জানতে ভিজ়িট করুন: https://uem.edu.in/uem-jaipur/placements/

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘ইউইএম জয়পুর’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

UEM Jaipur The University of Engineering & Management Jaipur UGC Education Career

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy