কলকাতা অঞ্চলে ১৫টির পরে এ বার বন্ধ হতে চলেছে হাওড়া ডাক এলাকার (পোস্টাল ডিভিশন) ১০টি ডাকঘর। সূত্রের দাবি, এটা আসলে সংযুক্তি। বড় ডাকঘরের সঙ্গে ছোটগুলির একাংশকে মেশানো। তবে ডাকঘর বন্ধের প্রতিবাদে আন্দোলনে নেমেছে ডাক কর্মী সংগঠনগুলির যৌথমঞ্চ। আশঙ্কা, সংযুক্তির নামে রাজ্যে শতাধিক ডাকঘর বন্ধ করা হতে পারে।
সূত্র জানাচ্ছে, এই দফায় হাওড়ার জাগৃতি, পাঁচলা বাজার, দেবেন্দ্র গাঙ্গুলি রোড, রস রোড, আন্দুল রোড, হাওড়া ভি সি মিল, অভয় গুহ রোডের মতো ১০টি শাখা ডাকঘর (সাব পোস্টঅফিস) তুলে দিয়ে নিকটবর্তী বড় ডাকঘরের সঙ্গে যুক্ত করা হবে। সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেওয়েস্ট বেঙ্গল সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারালের দফতর। বলা হয়েছে, এতে ডাক বিভাগের বছরে ৫.৫ লক্ষ টাকা বাঁচবে।
ডাক বিভাগ সূত্রের খবর, হাওড়া ডাক এলাকা ওয়েস্ট বেঙ্গল সার্কলের দক্ষিণবঙ্গ অঞ্চলের মধ্যে পড়ে। সেই অঞ্চলেই ৪০-৫০টি ডাকঘর বন্ধ হচ্ছে। উত্তরবঙ্গ অঞ্চলের বেশ কিছু রয়েছে তালিকায়। এর প্রতিবাদে সম্প্রতি যোগাযোগ ভবনে বিক্ষোভ দেখিয়েছে সংগঠনগুলির যৌথমঞ্চ। ভবিষ্যতেও বিক্ষোভ কর্মসূচি চালাবে তারা। যে ডাকঘরগুলি বন্ধের কথা বলা হচ্ছে, সেখানে অবস্থান বিক্ষোভ হবে। গ্রাহক, এজেন্ট ও সাধারণ মানুষকেও এগিয়ে আসার ডাক দিয়েছেন তাঁরা। এ নিয়ে সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারাল অশোক কুমারের দফতরের সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)