Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ছোট শিল্পের ১৪টি পার্ক

বস্ত্র এবং ছোট-মাঝারি সংস্থার জন্য শিল্প মহল নিজেদের উদ্যোগে রাজ্যে গড়ছে ছ’টি শিল্প পার্ক। আর রাজ্য গড়বে আরও আটটি। সব মিলিয়ে মোট ১৪টি। যা তৈরি হলে অন্তত ১০ লক্ষেরও বেশি নতুন কাজের সুযোগ তৈরি হবে বলে শনিবার দাবি করলেন রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র।

নিজস্ব সংবাদদাতা 
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০১:০২
Share: Save:

বস্ত্র এবং ছোট-মাঝারি সংস্থার জন্য শিল্প মহল নিজেদের উদ্যোগে রাজ্যে গড়ছে ছ’টি শিল্প পার্ক। আর রাজ্য গড়বে আরও আটটি। সব মিলিয়ে মোট ১৪টি। যা তৈরি হলে অন্তত ১০ লক্ষেরও বেশি নতুন কাজের সুযোগ তৈরি হবে বলে শনিবার দাবি করলেন রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, ছোট স‌ংস্থাকে পণ্য বিপণনে সাহায্য করতেও রাজ্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়বে।

এ দিন সায়েন্স সিটিতে বেঙ্গল চেম্বার আয়োজিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের উদ্বোধনে এসে অমিতবাবু জানান, বারাসতে এমন একটি বেসরকারি পার্কের ‘সাফল্য’ দেখে দ্বিতীয় আর একটি গড়ছে সংশ্লিষ্ট সংস্থা। অন্য দিকে, রাজ্যে আটটি এই রকম শিল্প পার্কের একটি হবে বজবজের নুঙ্গিতে। সেই সব পার্কে মূলত বস্ত্র শিল্পে লগ্নি আসবে। এই শিল্পে এখন নথিভুক্ত কর্মী ২০ লক্ষ। নতুন পার্ক হলে তা বেড়ে হবে ৩০ লক্ষ।

তবে পণ্য তৈরি করলেও তা বিপণনের ক্ষেত্রে হোঁচট খায় ছোট সংস্থাগুলি। শিল্পমন্ত্রী জানান, সেই সমস্যা দূর করতে সেগুলির খুচরো ব্যবসার উপর জোর দিতে চায় রাজ্য। যেমন, মেটিয়াবুরুজ এলাকার বস্ত্র শিল্পের জন্য একটি হাব তৈরি করতে পারলে বিপণনের সুবিধা হবে ওই শিল্পের। তাই এই ধরনের পরিকাঠামো গড়তে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছে রাজ্য। সম্প্রতি মুম্বইয়ে বস্ত্র শিল্পের সংগঠনের সর্বভারতীয় কর্তাদের সঙ্গেও এক প্রস্ত আলোচনা করেছেন তিনি।

উদ্যোক্তারা জানান, এ বার মেলায় স্টল বেড়ে হয়েছে ১,১৫০টি। ২০টি রাজ্যের পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ, তাইল্যান্ড, ভূটান, শ্রীলঙ্কা, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো বিভিন্ন দেশও এতে অংশ নিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industrial Park Amit Mitra Small Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE