Advertisement
E-Paper

পিএনবি ডেপুটি ম্যানেজারের ৩ বছরের জেল

এ বার ঘুষ নেওয়ার অপরাধে আরও এক ব্যাঙ্ককর্তা ধরা পড়লেন সিবিআইয়ের জালে। আয়ের তুলনায় মাত্রাতিরিক্ত সম্পদ থাকার কারণে তিন বছরের জেল হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার রবি কুমার ভারতীর। সিবিআইয়ের বিশেষ বিচারক আর পি পান্ডে ভারতীকে ফৌজদারি শৃঙ্খলাভঙ্গ ও বৈধ আয়ের তুলনায় অত্যধিক সম্পদ হস্তগত করার দায়ে দোষী সাব্যস্ত করে তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই বাড়তি সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকা বলে সিবিআই সূত্রের দাবি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৪ ০৩:১৩

এ বার ঘুষ নেওয়ার অপরাধে আরও এক ব্যাঙ্ককর্তা ধরা পড়লেন সিবিআইয়ের জালে। আয়ের তুলনায় মাত্রাতিরিক্ত সম্পদ থাকার কারণে তিন বছরের জেল হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার রবি কুমার ভারতীর।

সিবিআইয়ের বিশেষ বিচারক আর পি পান্ডে ভারতীকে ফৌজদারি শৃঙ্খলাভঙ্গ ও বৈধ আয়ের তুলনায় অত্যধিক সম্পদ হস্তগত করার দায়ে দোষী সাব্যস্ত করে তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই বাড়তি সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকা বলে সিবিআই সূত্রের দাবি। ঘুষ প্রতিরোধ আইনের আওতায় তাঁকে শাস্তি দিয়েছে সিবিআই। এ ব্যাপারে ভারতীর বিরুদ্ধে সিবিআই প্রথম এফআইআর দাখিল করেছিল ২০১০ সালের জুলাইয়ে।

আদালত ভারতীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে। পাশাপাশি তাঁকে ১৫ লক্ষ (তাঁর বৈধ আয়ের তুলনায় বাড়তি সম্পদের অঙ্ক) টাকা জমা দিতে বলা হয়েছে। তবে ৫০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে ভারতীকে এক মাসের জামিন দেওয়া হয়েছে, যাতে এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন।

দোষী সাব্যস্ত হওয়া ভারতীর আইনজীবী ইতিমধ্যেই তাঁকে কড়া শাস্তি না-দেওয়ার আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, ভারতী জিভ ও গলার ক্যান্সারে ভুগছেন। তাঁর স্ত্রী-ও রক্তের ক্যান্সারে আক্রান্ত। দু’টি ছোট সন্তানের দায়িত্বও রয়েছে ৪৬ বছর বয়স্ক ভারতীর।

pnb rabi kumar bharati business news deputy manager jail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy