ভারতের এক চতুর্থাংশ সংস্থাই সাইবার হানার কারণে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হল উপদেষ্টা সংস্থা পিডব্লিউসি-র রিপোর্টে। বিশ্বের প্রায় ৩৯০০টি সংস্থাকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল তারা। যার মধ্যে ভারতীয় ১৩৮টি। তার ২৫ শতাংশকেই সাইবার হানার শিকার হতে হয়েছে। আর এর জেরে হারাতে হয়েছে গত তিন বছরে প্রায় ১০ লক্ষ ডলার (প্রায় ৮.৯কোটি টাকা)।
রিপোর্ট বলছে, মূলত সাইবার নিরাপত্তায় গলদ লোকসানের কারণ। অপরাধীদের নজর মূলত ৫০০ কোটি ডলার (প্রায় ৪৪,০০০ কোটি টাকার বেশি) বার্ষিক আয়ের সংস্থায়।
সমীক্ষায় অংশ নেওয়া ১৩৮টি ভারতীয় সংস্থার যে ২৫% তথ্য সংক্রান্ত ক্ষেত্রে সাইবার হানার জন্য কোটি কোটি টাকা লোকসান গুনেছে, তাদের ৮৭ শতাংশই সমস্যা সামলাতে বরাদ্দ বাড়াবে ১০ শতাংশের বেশি। বাকিদের ক্ষেত্রে তা হবে ৬-১০ শতাংশ। আগামী এক বছরে যে ৮৭% সংস্থা সাইবার নিরাপত্তা সংক্রান্ত বরাদ্দ বাড়াবে বলেছে, তার মধ্যে ৪৬% কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত ক্ষেত্রের নিরাপত্তা, ৩৩% ক্লাউড নিরাপত্তা এবং ২৫% তথ্যের নিরাপত্তা বাড়াবে বলে দাবি করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)