Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আইনি জটে অস্ট্রেলিয়ায় খনি প্রকল্প ছাড়তে পারেন আদানিরা

অস্ট্রেলিয়ায় কয়লা খনি প্রকল্প থেকে সরে আসতে পারে আদানি গোষ্ঠী। পরিবেশ বিধি নিয়ে আইনি জটিলতায় প্রকল্পের কাজ শুরু হতে দেরিই এর অন্যতম কারণ।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০৩:১৭
Share: Save:

অস্ট্রেলিয়ায় কয়লা খনি প্রকল্প থেকে সরে আসতে পারে আদানি গোষ্ঠী। পরিবেশ বিধি নিয়ে আইনি জটিলতায় প্রকল্পের কাজ শুরু হতে দেরিই এর অন্যতম কারণ।

সংশ্লিষ্ট সূত্রে খবর, বিষয়টি নিয়ে আক্ষেপ করেছেন গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সে ক্ষেত্রে তাঁরা প্রকল্প থেকে সরে আসার কথা ভাবতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। আদানির কথায়, ‘‘এ ভাবে প্রকল্প অপেক্ষা করা সম্ভব নয়। কাজ শুরু করতে এতটাই দেরি হচ্ছে, যে আমি সত্যিই হতাশ।’’

অস্ট্রেলিয়ার গ্যালিলি অববাহিকায় কারমাইকেল খনি, রেল ও বন্দর প্রকল্পে ১,৬০০ কোটি ডলারের বেশি লগ্নির কথা রয়েছে ভারতীয় এই সংস্থার। যার কাজ ২০১৭ সালেই শুরু করতে চায় তারা। এই কয়লার বেশিরভাগটাই ভারতে তাদের বিদ্যুৎ কেন্দ্রের জন্য পাঠানোর কথা। কিন্তু ছ’বছর আগে চুক্তি হওয়ার পর থেকেই বিতর্কের মুখে আদানিরা। পরিবেশ সংক্রান্ত গোষ্ঠীদের দাবি, এই প্রকল্পের ফলে সরীসৃপের দুই বিরল প্রজাতি আরও বিপন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ভারসাম্য নষ্ট হবে প্রবাল প্রাচীরেরও। এর মাঝেই এপ্রিলে খনি প্রকল্পে সায় দিয়েছিল সেখানকার সরকার। কিন্তু তারপরও অভিযোগ তোলেন পরিবেশবিদরা। এর মাঝেই বিশ্ব বাজারে কমছে কয়লার দাম। ফলে প্রকল্পে ধার দিতে ব্যাঙ্কগুলিও আপত্তি তুলতে পারে। সব মিলিয়ে প্রকল্পের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

adani coal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE