ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বিশেষ আর্থিক অঞ্চল (সেজ) গড়তে ইতিমধ্যেই কেন্দ্রের সায় পেয়েছে আদানি পাওয়ার। সংবাদ সংস্থা সূত্রের খবর, সেখানে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট গড়বে তারা। পুরোটাই রফতানি হবে বাংলাদেশে।
বিভিন্ন মহলের দাবি, এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিও হয়েছে। আর তাতেই চিন্তায় পড়েছে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ শিল্পের একাংশ। তাদের আশঙ্কা, এতে এ রাজ্যের উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা ধাক্কা খেতে পারে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘রাজ্য বাংলাদেশকে যে বিদ্যুৎ রফতানি করে, তা ১,০০০ মেগাওয়াট বাড়ানোর কথা চলছিল। আদানিদের প্রকল্পটির কথা শুনেছি। চুক্তি নিয়ে খোঁজ নেব। আমরাও রফতানি বাড়াতে কথা বলব।’’ গত বছর থেকে বাংলাদেশকে অতিরিক্ত বিদ্যুৎ দেওয়া নিয়ে কথা চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।