Advertisement
E-Paper

‘ডিমার্জার’-এর ধাক্কায় লগ্নিকারীদের মাথায় হাত! লক্ষ্মীবারে ৬৬% নামল আদিত্য বিড়লা গোষ্ঠীর এই স্টক

‘ডিমার্জার’ হতেই আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের শেয়ারের দাম পড়ল ৬৬ শতাংশ। ১০০ টাকার নীচে চলে গিয়েছে এর এক একটি স্টক। অন্য দিকে, লক্ষ্মীবারে সূচক নেমেছে সেনসেক্স এবং নিফটিরও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৮:২২
Representative Picture

—প্রতীকী ছবি।

আদিত্য বিড়লা গোষ্ঠীর দু’টি সংস্থার ‘ডিমার্জার’-এ লক্ষ্মীবারে লগ্নিকারীদের মাথায় হাত। হু-হু করে কমল শেয়ারের দাম। ৬৬ শতাংশ পড়ে গিয়েছে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের (এবিএফআরএল) স্টকের দর। ফলে ৯০ টাকায় নেমে এসেছে সেটি। সম্প্রতি, বাজারে শক্তিশালী বৃদ্ধির লক্ষ্য নিয়েই দু’টি তালিকাভুক্ত সত্তায় এবিএফআরএলকে ভাগ করেছে সংশ্লিষ্ট শিল্প সংস্থা। গ্রাহকদের চাহিদা পূরণে তার থেকে আলাদা হয়ে গিয়েছে আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ডস লিমিটেড (এবিএলবিএল)।

বৃহস্পতিবার, ২২ মে বাজার বন্ধ হলে দেখা যায় আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের শেয়ার দাঁড়িয়ে রয়েছে ৯০.৮০ টাকায়। এর দামে ৬৬.২৪ শতাংশের পতন দেখা গিয়েছে। অর্থাৎ, স্টকটির দাম কমেছে ১৭৮.১৫ টাকা। আদিত্য বিড়লা ফ্যাশনের লগ্নিকারীরা অবশ্য আদিত্য বিড়লা লাইফস্টাইলের শেয়ার পাবেন ১:১ অনুপাতে। সেই অনুযায়ী ১০ টাকার ফেস ভ্যালুর স্টকগুলিকে বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে। বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দু’টি বাজারেই তালিকাভুক্ত থাকবে ‘ডিমার্জার’ হয়ে যাওয়া আদিত্য বিড়লা লাইফস্টাইল।

এই ভাগাভাগির পর আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের হাতে থাকছে প্যান্টালুন ও স্টাইলআপের মতো ব্র্যান্ড। পোশাকশিল্পী ভিত্তিক ব্র্যান্ডগুলির মধ্যে এই সংস্থা বিক্রি করবে সব্যসাচী, শান্তনু অ্যান্ড নিখিল, হাউস অফ মাসাবা এবং তরুণ তাহিলিয়ানির যাবতীয় পণ্য। এ ছা়ড়া লাক্সারি রিটেলের মধ্যে গ্যালারি লাফায়েট, ক্রিশ্চিয়ান লুবউটিন, দ্য কালেক্টিভ এবং মনো ব্র্যান্ডের সামগ্রীও গ্রাহকের কাছে তুলে ধরার সুযোগ পাবে এবিএফআরএল।

অন্য দিকে, আদিত্য বিড়লা লাইফস্টাইল পেয়েছে লুই ফিলিপ, ভ্যান হিউসেন, পিটার ইংল্যান্ড, অ্যালেন সলি এবং সাইমন কার্টারের মতো ব্র্যান্ড। রিবকের খেলাধুলোর পোশাক এবং ভ্যান হিউসেনের অন্তর্বাসও বিক্রি করবে তারা। আদিত্য গোষ্ঠীর সংস্থার স্টকের দর কমার পাশাপাশি এই দিন সেনসেক্স এবং নিফটিতেও দেখা গিয়েছে পতন। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক ৮০,৯৫১.৯৯ পয়েন্টে পৌঁছে দৌড় থামায়। এতে ০.৭৯ শতাংশের পতন দেখা গিয়েছে। অর্থাৎ, সেনসেক্স কমেছে ৬৪৪.৬৪ পয়েন্ট।

একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। এই দিন ২০৩.৭৫ পয়েন্ট নিম্নমুখী হয়েছে নিফটি-৫০। অর্থাৎ, সূচক কমেছে ০.৮২ শতাংশ। বাজার বন্ধ হওয়ার সময় এই সূচক দাঁড়িয়েছিল ২৪,৬০৯.৭০ পয়েন্টে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Aditya Birla Fashion and Retail Limited Stock Market Today Sensex Nifty Bombay Stock Exchange National Stock Exchange
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy