মাস ছয়েক আগে গেল-এর পাইপলাইন মারফত রাজ্যে প্রাকৃতিক গ্যাস জোগান প্রকল্পের প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার পরেই ফের যাত্রা শুরুর অপেক্ষায় দিন গুনছিল ম্যাটিক্স গোষ্ঠী। এক যুগ আগে পশ্চিমবঙ্গে সার কারখানা গড়ার প্রস্তাব দিয়েছিল যারা। তবে কারখানা চালু করেও সে বার থমকে গিয়েছিল উৎপাদনের জ্বালানি নিয়মিত না-পেয়ে। এ বার গেল-এর প্রাকৃতিক গ্যাস দিয়ে পানাগড়ে ম্যাটিক্সের সার কারখানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে সম্প্রতি। আশা, এ মাসের শেষেই উৎপাদন শুরু হবে।
সংস্থা সূত্রের খবর, গত ১৫ অগস্ট সার তৈরির প্রধান উপাদান অ্যামোনিয়া তৈরির প্রক্রিয়া চালু হয়েছে। সব ঠিকঠাক থাকলে উৎপাদন শুরু হবে চার-পাঁচ দিনের মধ্যেই। তার দিন দুয়েকের মধ্যে ইউরিয়া তৈরি করবে ম্যাটিক্স।
রাজ্যে প্রাকৃতিক গ্যাস দিয়ে সার তৈরির জন্য বাম আমলের মন্ত্রিসভা ম্যাটিক্সের লগ্নি-প্রস্তাবে সায় দেয়। সিঙ্গুরের জমি আন্দোলনকে ঘিরে শিল্পায়নে কিছুটা জটিলতা তৈরি হলেও, ম্যাটিক্স-কে কেন্দ্র করে পরে আরও ১৫০০ একর জমি অধিগ্রহণ করে পানাগড় শিল্প তালুক গড়ে রাজ্য শিল্পোন্নয়ন নিগম।