কেন্দ্রের আনা নতুন বিদ্যুৎ আইনকে ‘জনবিরোধী’ তকমা দিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের কাছেতা প্রত্যাহারের দাবি জানাল এই ক্ষেত্রেরগ্রাহক সংগঠন ‘অল ইন্ডিয়া ইলেক্ট্রিসিটি কনজিওমার্স অ্যাসোসিয়েশন’ (এআইইসিএ)। বাড়ি বাড়ি বসতে শুরু করা স্মার্ট মিটার গ্রাহকের সমস্যা বাড়াবে বলে অভিযোগ তুলে তা-ও বাতিলের দরবার করেছে তারা।
সংগঠনের আর একটি অভিযোগ, নতুন বিদ্যুৎ আইনে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম মাসুলের মডেল সাধারণ মানুষকে বিপাকে ফেলবে। তাদের বক্তব্য, এই ব্যবস্থায় দিনে মাসুল কম, কিন্তু রাতে বেশি। যা হওয়া উচিত নয়। মন্ত্রীর কাছে অবিলম্বে মাসুলের এই মডেল বাতিলের দাবিও জানিয়েছে তারা। সংগঠনের সভাপতি স্বপন কুমার ঘোষ বলেন, ‘‘স্মার্ট মিটার লাগালে গ্রাহক তার বিদ্যুতের ব্যবহারে নজর রাখতে পারবেন না। তার উপর স্মার্ট মিটার প্রি-পেড হয়ে গেলে গ্রাহকদের পকেট দ্রুত ফাঁকা হবে।’’
সংগঠনের সাধারণ সম্পাদক কে বেণুগোপাল ভাট-এর দাবি, কেন্দ্রীয় নির্দেশের পরে সব রাজ্যই স্মার্ট মিটার লাগাতে কার্যত উঠেপড়ে লেগেছে। এই দলে আছে বিরোধীশাসিত রাজ্যগুলি। উদাহরণ, কেরল ও পশ্চিমবঙ্গ। তাই দেশ জুড়ে স্মার্ট মিটারের বিরুদ্ধে এই আন্দোলন। বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির বেসরকারিকরণের বিরুদ্ধেও সংগঠন দাবি পেশ করেছে মন্ত্রীর কাছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)