Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ব্যবসা মেশাতে কথা এয়ারসেল, রিলায়্যান্স কমের

কাঁধে চেপে থাকা দেনার দায় কমানো। আর টেলি পরিষেবার ব্যবসায় নিজেদের জায়গা আরও পোক্ত করা। এই জোড়া লক্ষ্য সামনে রেখে এ বার ব্যবসা মিশিয়ে দিতে এয়ারসেলের সঙ্গে কথা শুরু করেছে রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম)। কিছু দিন আগে সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস (এসএসটিএল) কিনে নেওয়ার কথাও জানিয়েছিল অনিল অম্বানীর সংস্থাটি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০১:৩১
Share: Save:

কাঁধে চেপে থাকা দেনার দায় কমানো। আর টেলি পরিষেবার ব্যবসায় নিজেদের জায়গা আরও পোক্ত করা। এই জোড়া লক্ষ্য সামনে রেখে এ বার ব্যবসা মিশিয়ে দিতে এয়ারসেলের সঙ্গে কথা শুরু করেছে রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম)। কিছু দিন আগে সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস (এসএসটিএল) কিনে নেওয়ার কথাও জানিয়েছিল অনিল অম্বানীর সংস্থাটি।

এয়ারসেলের সঙ্গে মোবাইল পরিষেবার ব্যবসা মেশাতে তার শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করেছে আর-কম। একমাত্র সংস্থা হিসেবে ওই আলোচনা করতে ৯০ দিন পাচ্ছে তারা। পরিকল্পনা বাস্তবায়িত হলে আর-কম, এমটিএস (এসএসটিএলের ব্র্যান্ড) এবং এয়ারসেল মিলে নতুন সংস্থা তৈরি হবে। তার দৌলতে ১০ হাজার কোটির দেনা মেটাতে পারবে আর-কম। গ্রাহক সংখ্যাতেও ওই সংযুক্ত সংস্থা হবে দেশে দ্বিতীয় বৃহত্তম।

এ দিনের বিবৃতি অনুযায়ী, এয়ারসেলে লগ্নিকারী ম্যাক্সিস কমিউনিকেশন্স, সিন্ডিয়া সিকিউরিটিজ -এর সঙ্গে কথা বলতে ৩ মাসের সময়সীমা রয়েছে। তবে এর বাইরে থাকছে আর কমের টাওয়ার ও অপটিক্যাল ফাইবারের ব্যবসা। যা আগেই বিক্রির কথা জানিয়েছে তারা।

সংশ্লিষ্ট সূত্রে খবর, মোবাইল পরিষেবা ছাড়া আর কমের বাকি তিন ব্যবসা (এন্টারপ্রাইজ, ডেটা সেন্টার ও আন্তর্জাতিক কেব্‌ল) লাভজনক। দায়ও নেই। কিন্তু আর -কমের মোট দেনা প্রায় ৩৯ হাজার কোটি। এর মধ্যে টাওয়ার ও কেব্‌ল ব্যবসা বেচে প্রায় ৩০ হাজার কোটির ধার মেটানোর আশা করছে সংস্থা। আর এয়ারসেল ও এমটিএসের সঙ্গে নতুন সংস্থা হলে, সেখানে ৯ হাজার কোটির দেনা স্থানান্তরিত করা হতে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, এতে লাভ সংযুক্ত সংস্থারও। কারণ টুজি, থ্রিজি ও ফোরজি-র স্পেকট্রাম তাদের থাকবে। গ্রাহক হবে প্রায় ২০ কোটি। এক ছাদের তলায় আসবে টাওয়ার, বিপণন ব্যবস্থা। তবে শেষমেশ সব দিক মিললে, তবেই সংযুক্তি হবে বলে জানিয়েছে আর-কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance Com Aircel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE