জিএসটি-র হার সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করার জন্য ৩-৪ সেপ্টেম্বর বৈঠকে বসছে জিএসটি পরিষদ। সূত্রের খবর, এই অভিন্ন পরোক্ষ করের হার সংশোধনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব দিয়েছে, তা কার্যকর হলে সমস্ত পণ্যের উপরে জিএসটির হার হবে হয় ৫% অথবা ১৮%। সুপারিশ করা হয়েছে, ফ্রিজ়, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনের মতো ভোগ্যপণ্যের উপরে করের বোঝা নামিয়ে নিয়ে আসা হোক ৫ শতাংশে। বিমানে বিজ়নেস এবং প্রিমিয়াম ক্লাসে জিএসটির হার এখনকার ১২% থেকে বাড়িয়ে ১৮% করা হোক। দেশের মধ্যে অথবা আন্তর্জাতিক উড়ানে ইকনমি ক্লাসে করের হার আগের মতোই রাখা হোক ৫%।
মূল্যায়ন সংস্থা ফিচ সলিউশন্সের আওতায় থাকা বিএমআই-এর মতে, কেন্দ্রের প্রস্তাবিত জিএসটি সংস্কার সাধারণ মানুষের প্রয়োজনের জিনিসগুলির করের হার কমিয়ে সেগুলির চাহিদা তো বাড়াবেই। সেই সঙ্গে আমেরিকার ভারতীয় পণ্যে ৫০% আমদানি শুল্ক বসানোর পদক্ষেপ দেশের অর্থনীতিতে যে সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে, তার আঁচও অনেকটাই কমাতে সাহায্য করবে। তবে বিএমআই ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস অনেকটা কমিয়ে দিয়েছে। তাদের অনুমান চলতি অর্থবর্ষে তার হার হতে পারে ৫.৮%।
এখন রাজকোষের আয়ের ৩০ শতাংশই আসে জিএসটি থেকে। যা ২০২৪-২৫ অর্থবর্ষের হিসাব অনুযায়ী জিডিপির ২.৫ শতাংশের সমান। এখন জিএসটি হারের চারটি স্তর। সব থেকে কম ৫%, সর্বাধিক ২৮%। জিএসটি সংস্কারের প্রস্তাব অনুসারে, তা-ই মাত্র দু’টি হারে নামবে। ৫% এবং ১৮%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)