বছরের প্রথম শনিবার বিশ্ব দেখেছে আমেরিকার ভেনেজ়ুয়েলা আক্রমণ। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেসিডেন্টকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এই ঘটনাই ফের কাঁপুনি ধরিয়েছে সোনা-রুপো ও মুদ্রা বাজারে।নজিরের কাছে পৌঁছে ২০২৫ শেষকরেছিল সোনা-রুপোর দাম। ফলে নতুন করে মাথা তোলা ভূ-রাজনৈতিক অস্থিরতায় সেটা কোথায় পৌঁছবে, তা ভাবাচ্ছে সব মহলকে। বিশেষজ্ঞেরা মনে করাচ্ছেন, বিশ্বের যে কোনও প্রান্তে সংঘাত মাথাচাড়া দিলেই সুরক্ষারখোঁজে লগ্নিকারীরা গুরুত্ব দেন ওই দুই ধাতুকে। ফলে সেগুলির দাম বাড়ে।
সংশ্লিষ্ট মহলের মতে, তার উপর ভেনেজ়ুয়েলাতেই আছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় সোনার ভান্ডার। যার বর্তমান বাজার দর ২২০০কোটি ডলার (প্রায় ১.৯৮ লক্ষ কোটি টাকা)। ফলে সে দেশে আমেরিকার হামলা ধাতুটির দামকে আরও ঠেলে তুলবে বলে মনে করা হচ্ছে। আবার শিল্পে চাহিদা ও সোনার বিকল্প হিসেবে লগ্নিকারীদের পছন্দের তালিকায় আছেরুপোও। তাই তার দাম চড়ার সম্ভাবনা।
সদ্য সমাপ্ত বছরে বিশ্ব বাজারে সোনা বেড়েছে ৭০% এবং রুপোর ১৬০%। ভারতে উত্থান যথাক্রমে ৭৩% ও ১৬৪%। বিশ্লেষকদের দাবি, সোনা-রুপোয় লগ্নি এবং শিল্পে রুপোর চাহিদা বৃদ্ধিই মূলত গত বছর সেগুলির দামকে নজিরবিহীনউচ্চতায় ঠেলে তুলেছিল। নতুন বছরে প্রথম তিন দিনেও দাম কিছুটা বেড়েছে।
আন্তর্জাতিক দর ছাড়াও ভারতে সোনার দাম নির্ভর করে ডলারের সাপেক্ষে টাকার দামের ওঠাপড়ার উপরে। গত বছর আমেরিকার মুদ্রাটি এক সময়ে ছাড়িয়েছিল ৯১ টাকার মাইলফলক। এখনও রয়েছে ৯০ টাকার উপরে। তা সত্ত্বেও গত আট বছরে বিভিন্ন দেশের মুদ্রার নিরিখে ডলার ২০২৫ সালেই সবচেয়ে খারাপ ফল করেছে। এ বার আমেরিকা সরাসরি সংঘাতে জড়ানোয় ডলারের দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা। সেটা প্রভাব ফেলবে ভারতে টাকা তথা সোনার দামে। আপাতত তাই পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকেই সতর্ক নজর সকলের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)