Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Amit Mitra

দ্রুত বিনিয়োগ টানতে শিল্পকে বার্তা রাজ্যের

সোমবার রাজ্যের পাঁচ জেলায় বণিকসভা ফিকির সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল শিল্প ও ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প দফতর।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৩২
Share: Save:

দেশের অর্থনীতির হাল খারাপ হলেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভাল, ফের এই দাবি করে সোমবার শিল্পমহলকে বার্তা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। আর রাজ্যের শিল্পোন্নয়ন ও শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিংহ জানালেন, লগ্নির পথ চওড়া করতে বাংলায় শিল্প গড়ার পরিবেশ সহজ করার প্রয়াসও নিরন্তর চলছে। লগ্নিকারীরা যাতে বিভ্রান্ত না-হন তার জন্য রাজ্যের শিল্পোন্নয়ন নিগমগুলির অধীন সমস্ত শিল্প তালুককে ‘ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ নাম দেওয়া হচ্ছে। জমির শর্ত ও দাম হিসেবের মাপকাঠিও হবে এক। তবে এক এক জায়গার পার্কে জমির দাম এলাকা ভিত্তিতে আলাদা হতে পারে। রাজীব আরও জানান, রাজ্যের বিভিন্ন দফতর ও শিল্প নিগমগুলির সব শিল্প পার্কের তথ্যও মিলবে
শিল্পসাথী পোর্টাল।

সোমবার রাজ্যের পাঁচ জেলায় বণিকসভা ফিকির সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল শিল্প ও ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্প দফতর। অসুস্থতার জন্য অনলাইনে যোগ দেন অর্থমন্ত্রী। তখনই আবার দাবি করেন, এই অর্থবর্ষে দেশের অর্থনীতি ৭.৭% সঙ্কুচিত হলেও এ রাজ্যের ১.২% বৃদ্ধি হবে। পরে কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে কেন্দ্রের প্রতি রাজীব সিংহের কটাক্ষ, এ রাজ্যে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পথ খোঁজা হয়। শিল্পকর্তাদের তাঁর বার্তা, ‘‘দেখছেন তো আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়ায় দেশে কী হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Mitra State Finance Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE