আজ, শুক্রবার থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে এবিপি গোষ্ঠী আয়োজিত পর্যটন মেলা ‘আনন্দবাজার টুরিস্ট স্পট ২০২৫’। রবিবার পর্যন্ত এই মেলা চলবে। সাধারণের জন্য তা খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ বার মেলার ত্রয়োদশ সংস্করণ। তার আগে উদ্যোক্তাদের বক্তব্য, পুজোর মরসুমে বেড়াতে যাওয়ার অনেক ঠিকানার সন্ধান দেবে এই মেলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক, আইআরসিটিসি এবং ন্যাশনাল জুট বোর্ডের সহায়তায় এ বারের মেলায় যোগ দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয় এবং তেলঙ্গানার রাজ্য পর্যটন পর্ষদ। সেই সঙ্গে থাকছে বহু বেসরকারি পর্যটন সংস্থা, হোটেল এবং পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ।
অতিমারির ধাক্কা কাটিয়ে বিগত কয়েক বছর ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পর্যটন শিল্প। সংস্থাগুলির বক্তব্য, দেশীয় পর্যটকদের মধ্যে উৎসাহ বাড়ছে। পুজোর এখনও দেরি থাকলেও এখন থেকেই বেড়ানোর পরিকল্পনা শুরু করেছেন তাঁরা। এই মেলা পর্যটন সংস্থা এবং পর্যটকদের যোগসূত্র তৈরি করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)