বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগে রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার অনিল অম্বানীকে তলব করেছিল ইডি। গত শুক্রবার সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন শিল্পপতি। আর্জি জানিয়েছিলেন, তাঁর বয়ান যেন ভার্চুয়াল মাধ্যমে রেকর্ড করা হয়। যা খারিজ করে ফের সোমবারের মধ্যে হাজিরা দিতে বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু এ দিনও অনিল ইডি-র দফতরে গেলেন না। ফলে তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ ঘিরে আগ্রহ বাড়ল। অন্য দিকে, কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অনিল। তবে দিল্লির এক আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সংবাদ পরিবেশন করতে এখনই বাধা দেবে না তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)