ফাস্ট্যাগে বার্ষিক সুবিধা আনতে চলেছে কেন্দ্র। আজ কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী জানিয়েছেন, এর মূল্য হবে ৩০০০ টাকা। বছরে ২০০ বার পর্যন্ত জাতীয় সড়ক এবং জাতীয় এক্সপ্রেসওয়ের টোল প্লাজ়া পার হওয়া যাবে এর সাহায্যে। তবে বাণিজ্যিক নয়, এমন ব্যক্তিগত গাড়িগুলিই এই সুবিধা পাবে। আগামী ১৫ অগস্ট থেকে ব্যবস্থাটি চালু করবে সরকার। কেন্দ্রের বক্তব্য, যে সমস্ত গাড়ি নিয়মিত জাতীয় সড়কে চলাচল করে, সেগুলির এতে লাভ হবে। বার বার টাকা ভরাতে হবে না ফাস্ট্যাগে।
আজ সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, যাঁদের ইতিমধ্যেই ফাস্ট্যাগ রয়েছে, তাঁদের নতুন করে আর তা কিনতে হবে না। শুধু পূরণ করতে হবে যোগ্যতার মাপকাঠি। রাজমার্গ যাত্রা অ্যাপ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও মন্ত্রকের ওয়েবসাইটে শীঘ্রই একটি লিঙ্ক দেওয়া হবে। সেখানে গিয়ে নিতে হবে বার্ষিক পাসের সুবিধা। টাকা ফুরিয়ে গেলে বা সময় শেষ হয়ে গেলে (যেটি আগে) নতুন করে ভরাতে হবে টাকা। তবে রাজ্য এবং স্থানীয় প্রশাসন যে সমস্ত টোল প্লাজ়া চালায়, সেগুলিতে পুরনো ব্যবস্থাই চালু থাকবে। গত ১ ডিসেম্বরের তথ্য, ১০.১ কোটি গাড়িতে ফাস্ট্যাগ রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)