স্টেট ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পরে এ বার ব্যাঙ্ক অব বরোদা। রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আর-কম) অ্যাকাউন্টকে ‘প্রতারক’ বলে ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। সংস্থার প্রাক্তন কর্তা হিসেবে অনিল অম্বানীর বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ এনেছে তারা। ব্যাঙ্ক অব বরোদার দাবি, ঋণের টাকা সরিয়েছে বন্ধ হয়ে যাওয়া টেলি সংস্থাটি। আর-কমকে ১৬০০ কোটি টাকার ঋণ এবং ৮৬২.৫০ কোটি লাইন অব ক্রেডিট দিয়েছিল ব্যাঙ্ক। সেই মোট ২৪৬২.৫ কোটি টাকার মধ্যে গত ২৮ অগস্টের হিসাবে ১৬৫৬.০৭ কোটি বকেয়া রয়েছে। ২০১৭ সালের জুনেই সংস্থার ঋণ অ্যাকাউন্টকে অনুৎপাদক সম্পদ বলে ঘোষণা করেছে ব্যাঙ্ক। অম্বানী সব অভিযোগ অস্বীকার করেছেন। রিলায়্যান্স পাওয়ারের দাবি, আর-কমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় রিলায়্যান্স গোষ্ঠীর সংস্থা হিসেবে তাদের কাজে প্রভাব পড়বে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)