ছেলে নেভিলকে শ্রী দোরাবজি টাটা ট্রাস্টের পর্ষদে আনতে সফল হলেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। কিন্তু ব্যর্থ হলেন শ্রী রতন টাটা ট্রাস্টের পর্ষদে নিয়োগের ক্ষেত্রে। সূত্রের খবর, নেভিলের নিয়োগে বাধা দিয়েছেন অন্যতম ট্রাস্টি বেণু শ্রীনিবাসন। যাঁর কিনা এতদিন নোয়েল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিতি ছিল। ফলে টাটা গোষ্ঠীর মাথায় থাকা প্রতিষ্ঠানগুলি ঠিক কোন পথে হাঁটছে, তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে. টাটা ট্রাস্টস বা শ্রীনিবাসন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেননি। প্রশ্নে উঠেছে, টাটা গোষ্ঠীর ক্ষমতার রসায়নে ফের কি বদল ঘটছে?
টাটা গোষ্ঠীর অধীনে প্রায় ৪০০টি সংস্থা রয়েছে। সেগুলির মধ্যে ৩০টি বাজারে নথিভুক্ত। যেগুলির হোল্ডিং সংস্থা টাটা সন্স। যাকে পরিচালনা করে শ্রী দোরাবজি টাটা ট্রাস্ট, শ্রী রতন টাটা ট্রাস্ট-সহ বেশ কয়েকটি অছি। সেগুলির মাথায় রয়েছে টাটা ট্রাস্টস।
বুধবার নেভিল ও টাটা গোষ্ঠীর অন্যতম শীর্ষকর্তা ভাস্কর ভাটের নিয়োগের প্রস্তাব পেশ হয় দোরাবজি টাটা ট্রাস্টের পর্ষদে। তা পাশ করাতে সমস্যা হয়নি। কিন্তু একই প্রস্তাব রতন টাটা ট্রাস্টে আটকে যায়। শ্রীনিবাসনের দাবি, পর্ষদের বৈঠকের আলোচ্যসূচিতে সদস্য নিয়োগের বিষয়টি ছিল না। এত গুরুত্বপূর্ণ বিষয় কথা ছাড়া সম্ভব নয়।
এই দফার সমস্যার সূত্রপাত টাটা ট্রাস্টসের সারা জীবনের ট্রাস্টি হিসেবে মেহলি মিস্ত্রির নিয়োগের প্রস্তাব ঘিরে। মেহলি টাটা সন্সের প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির খুড়তুতো ভাই। প্রয়াত রতন টাটার ঘনিষ্ঠ। কিন্তু সেই প্রস্তাব আটকে দেন নোয়েল, শ্রীনিবাসন এবং আর এক ট্রাস্টি বিজয় সিংহ। এ বার আটকে গেল শ্রী রতন টাটা ট্রাস্টে নোয়েল-পুত্রের নিয়োগ। তা-ও শ্রীনিবাসনের হাতে!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)