জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবসার রাশ আদানি গোষ্ঠীর হাতে যাওয়ার জন্য তাদের আলাদা করে জিএসটি দিতে হবে না বলে স্পষ্ট করল অথরিটি ফর অ্যাডভান্স রুলিং (এএআর)। তাদের রাজস্থান শাখা রায়ে জানিয়েছে, স্বাভাবিক ব্যবসার অঙ্গ হিসেবে (গোয়িং কনসার্ন) বিমানবন্দর কর্তৃপক্ষ এই হস্তান্তর করেছেন। ফলে এটি পণ্য-পরিষেবা করের অধীনে পড়বে না।
২০২১ সালে জয়পুর বিমানবন্দর ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দায়িত্ব হাতে নিয়েছিল আদানিরা। ৫০ বছরের জন্য তাদের সেটি লিজ়ে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এই ক্ষেত্রে কর্মীদের বেতন-সহ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলে এএআর-এর দ্বারস্থ হয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই রায়ের প্রভাব অন্যান্য বিমানবন্দরের ক্ষেত্রে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)