Advertisement
১০ মে ২০২৪

বাঁচতে চোখ জিএসটিতেই

বিক্রি কমায় ইতিমধ্যেই জুলাই পর্যন্ত ছ’মাস উৎপাদন ছেঁটেছে মারুতি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০১:৪৪
Share: Save:

চাহিদা কমায় দেওয়ালে পিঠ। খরচ কমাতে ছাঁটাই চলছে গাড়ি সংস্থা, যন্ত্রাংশ নির্মাতা ও ডিলার সংস্থায়। এই অবস্থায় ফের অবিলম্বে গাড়িতে জিএসটি কমানোর দাবি তুলেছে সিয়াম।

সংগঠনটির সওয়াল, সংস্থা চাঙ্গায় দ্রুত কর কমানো ছাড়া পথ নেই। যা নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে দরবার করেছে তারা।

সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরার দাবি, এ নিয়ে সবাই একজোট। বিক্রি কমায় ইতিমধ্যেই জুলাই পর্যন্ত ছ’মাস উৎপাদন ছেঁটেছে মারুতি। পুণের কারখানার একাংশ সাময়িক বন্ধ টাটা মোটরসের।

ধাক্কা সামলাতে

মজুত ছাঁটতে গাড়ি কেনা কমাচ্ছে ডিলার সংস্থাগুলি। উৎপাদন সাময়িক বন্ধ রাখছে বহু গাড়ি সংস্থা। উৎপাদন বন্ধের সিদ্ধান্ত বেশ কিছু যন্ত্রাংশ সংস্থারও। গাড়ি শিল্পকে ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক ঋণদাতারা।

শিল্পের মতে

সংস্থাগুলিকে চাঙ্গা করতে এখনই গাড়িতে জিএসটি কমানো ছাড়া উপায় নেই। গাড়ি সংস্থাকে সহজে ঋণের ব্যবস্থা করে দেওয়ার পথ খুঁজতেই হবে। অবিলম্বে নতুন গাড়ির চাহিদা বাড়ানো চাই। আর সে জন্য দরকার দ্রুত পুরনো গাড়ি বাতিলের স্পষ্ট নীতি।

এই ত্রৈমাসিকে ৮-১৪ দিন গাড়ি তৈরি বন্ধ রাখবে মহীন্দ্রাও। একই পথে জামনা অটো, বশের মতো যন্ত্রাংশ সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Auto Mobile Maruti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE