Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফের অনুৎপাদক সম্পদ বিক্রি করবে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র

সেপ্টেম্বরে সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির কাছে প্রায় ৫০০ কোটি টাকার অনুৎপাদক সম্পদ বিক্রি করবে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। গত অর্থবর্ষে ব্যাঙ্ক ২০০ কোটি টাকার অনুৎপাদক সম্পদ বিক্রি করেছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০১:২৩
Share: Save:

সেপ্টেম্বরে সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির কাছে প্রায় ৫০০ কোটি টাকার অনুৎপাদক সম্পদ বিক্রি করবে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। গত অর্থবর্ষে ব্যাঙ্ক ২০০ কোটি টাকার অনুৎপাদক সম্পদ বিক্রি করেছিল। ব্যাঙ্কটির সিএমডি সুশীল মুহনত বুধবার বণিকসভা ফিকি আয়োজিত ‘ব্যাঙ্কিং কনক্লেভ’ অনুষ্ঠানের পরে জানান, চলতি অর্থবর্ষ শেষে আরও ১০০ থেকে ১৫০০ কোটি টাকার অনুৎপাদক সম্পদ বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে তা নির্ভর করছে সেপ্টেম্বরের সাফল্যের উপরই।

এ দিন সভায় ব্যাঙ্কগুলির বাড়তে থাকা অনুৎপাদক সম্পদ নিয়ে বণিকসভার প্রেসিডেন্ট অরুণ সরাফ ও অন্যরা উদ্বেগ প্রকাশ করেন। মুহনতের বক্তব্য, বছর কয়েক আগে থেকেই পরিকাঠামো ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রকল্পে ঋণ দিতে আগ্রহী হয় ব্যাঙ্কগুলি। কিন্তু সেগুলিতে হয় রাস্তা তৈরির করতে গিয়ে সমস্যা দেখা দেয়, বা বিদ্যুৎ কেন্দ্র গড়া শুরু হলেও কয়লার অভাবে তা আটকে যায়। প্রকল্পে প্রভাব ফেলে পরিবেশ রক্ষার সমস্যাও। ফলে ৯০ দিন পরে ঋণটি অনুৎপাদক সম্পদে পরিণত হয়। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে এ ভাবেই অনুৎপাদক সম্পদ বেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maharashtra Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE